আমি যখন মনমরা হয়ে আকাশ দেখবো
তখন নিঃশব্দে কেউ আসুক
ঠিক যেমন দখিনা হাওয়া বয়ে যায়,
চুপিচুপি আনমনে দিগবিদিক হয়ে!
বৃষ্টি ভেজা কোনো এক বিকেলে
কাক ভেজা হয়ে,
হাতের বেলীফুলের মালা খোঁপায় গুঁজে দিক,
অমন নিঃশব্দে কেউ আসুক!
মাইগ্রেনের অত্যাচারে ক্লান্ত হয়ে
যখন বিছানায় ঠাঁই নিব,
চোখ বুঁজে ;
কেউ মাথার কাছে এসে বসুক
নিঃশব্দে ঘুম না ভাঙানোর যত্নে!
মাথার অগোছালো চুল
ফাঁকে পড়ে থাকা বাঁকা টিপ
কেউ সযত্নে তুলে দিক,
আলতোভাবে একটু গম্ভীরতায়
অমন নিঃশব্দে কেউ আসুক!
কোনো এক জোছনায় আলোআঁধারি হয়ে কেউ আসুক,
জোনাকিদের ন্যায়
পাশকাটিয়ে মৃদু আলোতে,
অমন নিঃশব্দে কেউ আসুক!