দাঁড়-কাক কেউ পোষেনা,
কেন?
দাঁড়-কাক দেখতে কুৎসিত বলে !
না কী তার স্বর কর্কশ বলে ?
সবাই কেন ময়না, তোতা, টিয়া পুষতে চায় ?
দেখতে সুদর্শন আর সুমধুর স্বর বলে !
না কী ভেতরের কথা অন্য !
দাঁড়-কাক কি তার সুতীব্র কর্কশ স্বরে জানিয়ে দেয়,
সে কারো পোষ মানবে না।
সে তার বুনো স্বভাব নিয়েই সন্তুষ্ট,
স্বাধীনভাবে বাঁচতে চায় সে।
শেখানো সুমধুর বুলি নয়,
কর্কশ কা কা রবই তার প্রিয়।
ময়না, তোতা, টিয়াকে পোষ মানানো যায় অনায়াসে,
তারা সেই বুলি শেখে যা পালনকর্তা শুনতে চায়।
পোষ্য বনাম পোষকের মাঝেও,
থাকে বুঝি এক অলিখিত সমঝোতা ।