কবিতা – প্রিয়জন

কবিতা - প্রিয়জন
নির্মল ঘোষ
এইতো আর কটা দিন, বর্ষা পেরিয়ে আসবে শরৎ,
চারিধারে ছেয়ে যাবে সাদা রঙের কাশফুলে।
আনন্দে আপ্লুত হবে গোটা দেশ।
আকাশে মেঘেরা খেলা করবে বাঁধনহারা।
শিউলি টগর হাসনাহেনার সুগন্ধে মেতে উঠবে প্রকৃতি।
পাখিরা সুর তুলবে প্রেম তরঙ্গে।
সমগ্র বাংলা যখন স্বর্গ ছোঁবে ঠিক তখন
শুধু আমার হৃদয় বাদল দিনের মতো  ঝরবে অঝোরে।
তোমাকে হারানোর আট বছর হবে।
জানি তুমি সৃষ্টিকর্তার কাছে ভালো আছো অনেক।
রাত্রি যখন গভীর হয় নিশ্চুপ চারিদিক,
আমি জানালার গ্রিলে তাকিয়ে থাকি দূর আকাশে।
তারার দেশে,শত শত তারার ভিড়ে –
যদি তোমাকে খুঁজে পাই,একটি বার শুধু একটি বার।
কত দিন হয়ে গেছে আমাকে নিয়ে কির্তনে যাওনি।
তুমি কি দেখতে পাও দাদু খোল কর্তালের ধ্বনি,
আজও আমাকে কতটা পোড়ায়,
কতটা ব্যাকুল করে, কতটা কাছে টানে।
আমি আজও ছুটে যায় মন্দিরে বারে বারে।
ভক্তদের সমাগমে আমি তোমাকে অনুভব করি।
গভীর ভক্তিতে আমার দু নয়ন ভেসে যায় অশ্রুধারাতে।
কত দিন তোমার কাঁধে চড়ে আমি কির্তনে গেছি।
শরৎ এলে তুমি উঠানে পাটি বিছিয়ে,তোমার বুকে
আমাকে জড়িয়ে কত গান,কত গল্প শুনিয়েছো।
একবার খোকসার কালী পূজার মেলায়
তোমার পকেট মার হলো তবুও তুমি রমেশ দাদুর- দোকান থেকে বাকিতে ছানার জিলাপি খাওয়ালে।
আমি আজও ছুটে যায় মন্দিরের মেলায়,
সবার দাদু তাদের নাতিদের বুকে জড়িয়ে ধরে
কতো আদর করে,আমি দুর থেকে তাকিয়ে দেখি।
বুকটা ফেটে যায় আমার, তুমি ছিলে আমার আদর্শ,
আমার বড় হবার প্রেরণা।
এখনো আমি আমার সকল সাফল্যে
অনুভব করি তোমার স্পর্শ তোমার আশীর্বাদ।
আমার হৃদয়ের সবটুকু ভক্তি দিয়ে
তোমাকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
প্রাক্তন

প্রাক্তন

প্রেমের কবিতা – তাসফীর ইসলাম (ইমরান)   বসন্তের এক পড়ন্ত বিকেলে ঘোর লাগা এক বাস্তব প্রতিক্ষণে আজ থেকে বেশ কয়েক বছর পর যখন হবে- আমাদের ...
ছোটোগল্প- রক্ষক - ডঃ গৌতম সরকার

ছোটোগল্প- রক্ষক – ডঃ গৌতম সরকার

ডঃ গৌতম সরকার মোড়টা ঘুরতে আজকেও লোকটাকে বসে থাকতে দেখলো তিথি। বামুনপাড়া ছাড়িয়ে এদিকটা একটু নির্জন। বাদিকে বড় দীঘি, আর ডানদিকে ঘন শালবন, তার মধ্যে ...
আগমনী প্রেমকথা

আগমনী প্রেমকথা

মহীতোষ গায়েন আশ্বিনের মাঠে মাঠে আগমনী বার্তা পৌঁছায়… শারদ হাওয়া এসে কানে কানে বলে – শান্তি, শ্বেতশুভ্র কাশের ছোঁয়ায় শিহরিত তনুমনপ্রাণ, সরীসৃপের মত এঁকেবেঁকে ভালোবাসা ...
ভালোবাসি বাবা [ কবিতা ]

ভালোবাসি বাবা [ কবিতা ]

তানভীর আহমেদ তপু হয়নি বলা কিছু কথা বাবা, হয়নি বলা ভালোবাসি। বাবা তুমি মানুষ নও! তুমি আমার জীবন ডায়েরির পাতায় রটানো অসংখ্য ভালোবাসায় জড়ানো মহান ...
মতিনের লাল গামছা

মতিনের লাল গামছা

আশিক মাহমুদ রিয়াদ আপনার আশেপাশে চেয়ে দেখুন! সবাই চাবায়, খাচ্ছে, যা খুশি তাই। খাচ্ছে আর ভাবছে। কি অদ্ভুত! এই খাওয়া শহর। আনমনা কিংবা উদাসীন, অথবা ...
শেষ চিঠি

শেষ চিঠি

 তাসফীর ইসলাম ইমরান মনবালিকা, অনেক স্বপ্ন ছিল করোনা যুদ্ধ চলাকালীন বৈরী সময়ে তোমার সঙ্গে ম্যাসেঞ্জারে গুটুর গুটুর করব। তোমার মন আকাশে রঙিন সুতোয় ঘুড়ি ওড়াব। ...