নির্মল ঘোষ
এইতো আর কটা দিন, বর্ষা পেরিয়ে আসবে শরৎ,
চারিধারে ছেয়ে যাবে সাদা রঙের কাশফুলে।
আনন্দে আপ্লুত হবে গোটা দেশ।
আকাশে মেঘেরা খেলা করবে বাঁধনহারা।
শিউলি টগর হাসনাহেনার সুগন্ধে মেতে উঠবে প্রকৃতি।
পাখিরা সুর তুলবে প্রেম তরঙ্গে।
সমগ্র বাংলা যখন স্বর্গ ছোঁবে ঠিক তখন
শুধু আমার হৃদয় বাদল দিনের মতো ঝরবে অঝোরে।
তোমাকে হারানোর আট বছর হবে।
জানি তুমি সৃষ্টিকর্তার কাছে ভালো আছো অনেক।
রাত্রি যখন গভীর হয় নিশ্চুপ চারিদিক,
আমি জানালার গ্রিলে তাকিয়ে থাকি দূর আকাশে।
তারার দেশে,শত শত তারার ভিড়ে –
যদি তোমাকে খুঁজে পাই,একটি বার শুধু একটি বার।
কত দিন হয়ে গেছে আমাকে নিয়ে কির্তনে যাওনি।
তুমি কি দেখতে পাও দাদু খোল কর্তালের ধ্বনি,
আজও আমাকে কতটা পোড়ায়,
কতটা ব্যাকুল করে, কতটা কাছে টানে।
আমি আজও ছুটে যায় মন্দিরে বারে বারে।
ভক্তদের সমাগমে আমি তোমাকে অনুভব করি।
গভীর ভক্তিতে আমার দু নয়ন ভেসে যায় অশ্রুধারাতে।
কত দিন তোমার কাঁধে চড়ে আমি কির্তনে গেছি।
শরৎ এলে তুমি উঠানে পাটি বিছিয়ে,তোমার বুকে
আমাকে জড়িয়ে কত গান,কত গল্প শুনিয়েছো।
একবার খোকসার কালী পূজার মেলায়
তোমার পকেট মার হলো তবুও তুমি রমেশ দাদুর- দোকান থেকে বাকিতে ছানার জিলাপি খাওয়ালে।
আমি আজও ছুটে যায় মন্দিরের মেলায়,
সবার দাদু তাদের নাতিদের বুকে জড়িয়ে ধরে
কতো আদর করে,আমি দুর থেকে তাকিয়ে দেখি।
বুকটা ফেটে যায় আমার, তুমি ছিলে আমার আদর্শ,
আমার বড় হবার প্রেরণা।
এখনো আমি আমার সকল সাফল্যে
অনুভব করি তোমার স্পর্শ তোমার আশীর্বাদ।
আমার হৃদয়ের সবটুকু ভক্তি দিয়ে
তোমাকে জানাই শ্রদ্ধাঞ্জলি।