কবিতা – প্রিয়জন

কবিতা - প্রিয়জন
নির্মল ঘোষ
এইতো আর কটা দিন, বর্ষা পেরিয়ে আসবে শরৎ,
চারিধারে ছেয়ে যাবে সাদা রঙের কাশফুলে।
আনন্দে আপ্লুত হবে গোটা দেশ।
আকাশে মেঘেরা খেলা করবে বাঁধনহারা।
শিউলি টগর হাসনাহেনার সুগন্ধে মেতে উঠবে প্রকৃতি।
পাখিরা সুর তুলবে প্রেম তরঙ্গে।
সমগ্র বাংলা যখন স্বর্গ ছোঁবে ঠিক তখন
শুধু আমার হৃদয় বাদল দিনের মতো  ঝরবে অঝোরে।
তোমাকে হারানোর আট বছর হবে।
জানি তুমি সৃষ্টিকর্তার কাছে ভালো আছো অনেক।
রাত্রি যখন গভীর হয় নিশ্চুপ চারিদিক,
আমি জানালার গ্রিলে তাকিয়ে থাকি দূর আকাশে।
তারার দেশে,শত শত তারার ভিড়ে –
যদি তোমাকে খুঁজে পাই,একটি বার শুধু একটি বার।
কত দিন হয়ে গেছে আমাকে নিয়ে কির্তনে যাওনি।
তুমি কি দেখতে পাও দাদু খোল কর্তালের ধ্বনি,
আজও আমাকে কতটা পোড়ায়,
কতটা ব্যাকুল করে, কতটা কাছে টানে।
আমি আজও ছুটে যায় মন্দিরে বারে বারে।
ভক্তদের সমাগমে আমি তোমাকে অনুভব করি।
গভীর ভক্তিতে আমার দু নয়ন ভেসে যায় অশ্রুধারাতে।
কত দিন তোমার কাঁধে চড়ে আমি কির্তনে গেছি।
শরৎ এলে তুমি উঠানে পাটি বিছিয়ে,তোমার বুকে
আমাকে জড়িয়ে কত গান,কত গল্প শুনিয়েছো।
একবার খোকসার কালী পূজার মেলায়
তোমার পকেট মার হলো তবুও তুমি রমেশ দাদুর- দোকান থেকে বাকিতে ছানার জিলাপি খাওয়ালে।
আমি আজও ছুটে যায় মন্দিরের মেলায়,
সবার দাদু তাদের নাতিদের বুকে জড়িয়ে ধরে
কতো আদর করে,আমি দুর থেকে তাকিয়ে দেখি।
বুকটা ফেটে যায় আমার, তুমি ছিলে আমার আদর্শ,
আমার বড় হবার প্রেরণা।
এখনো আমি আমার সকল সাফল্যে
অনুভব করি তোমার স্পর্শ তোমার আশীর্বাদ।
আমার হৃদয়ের সবটুকু ভক্তি দিয়ে
তোমাকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কবিতা- নারী [ একা পাল (পূজা) ]

কবিতা- নারী [ একা পাল (পূজা) ]

 একা পাল (পূজা) বাবার বাড়ি এ গ্রামে বরের বাড়ি ঐ! তোমার বাড়ি কই গো নারী   তোমার বাড়ি কই? সারাজীবন রাধিলি ভাত পরের হাঁড়িতে আপন ভেবে ...
ভারতীয় গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে শাহরুখ খানের তুলনা

ভারতীয় গণমাধ্যমে শাকিব খানের সঙ্গে শাহরুখ খানের তুলনা

সিনেমানামা “কথা কিন্তু একটাই, শাকিব ভাই শাকিব ভাই” কিংবা যদি বলি, বাংলাদেশের এক খান, তার নাম শাকিব খান। শাকিব ভক্তদের মুখে এমন স্লোগান ওঠে শাকিবের ...
রক্তরস [চতুর্থ পর্ব]

রক্তরস [চতুর্থ পর্ব]

আশিক মাহমুদ রিয়াদ চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকলেন মুসলেম উদ্দিন। সকালের আলো ফোঁটা শুরু করেছে। পাখি ডাকছে,আকাশের দিকে তাকালে এখনো অস্পষ্ট আধ ফালি চাঁদ দেখা যায়৷ ...
জীবনে চলার পথে যেসব বিষয় মাথায় রাখা জরুরী।

জীবনে চলার পথে যেসব বিষয় মাথায় রাখা জরুরী।

১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন না। – ২. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে ...
আমি অশ্বত্থ বলছি

আমি অশ্বত্থ বলছি

লুনা রাহনুমা এই যে আমাকে দেখছো তোমরা আজ, কেমন জীর্ণ অসহায় বুড়োর মতো ঠায় দাঁড়িয়ে আছি। এটা আমার একমাত্র রূপ নয়। তোমাদের মনুষ্য জীবনে তোমরা ...
নিবন্ধ: মহালয়া

নিবন্ধ: মহালয়া

বিপ্লব গোস্বামী মহালয়া শারদ উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ।হিন্দু ধর্ম মতে মহালয়ার দিন থেকেই দূর্গা পূজার সূচনা হয়।শাস্ত্র অনুসারে এই দিন মহাশক্তি দূর্গতিনাশিনী অসুরবিনাশিনী দেবী দূর্গা ...