এখনও কবিতা খুঁজি তোমার আলোয়,
তোমার মুক্তো হাসি হৃদয় চৌকাঠে
অপ্রকাশিত এক ব্যথার পাণ্ডুলিপি হয়ে
বেঁচে আছে আজও সে শুকনো মলাটে,
হেমন্তের বিকেল গুলো কুয়াশা ছড়িয়ে
দ্রুত ফুরিয়ে যেত, পশ্চিম আকাশের কোলে
রক্তিম সূর্যটা আবির দিতে ঢেলে খেলা শেষে
তোমার চিবুকে গালে চিকুরে চিনুক হিল্লোলে।
চেয়ে চেয়ে দেখতাম দূর থেকে ভালোলাগা
আবেশে জড়িয়ে মনে প্রেমের পলকে
কবিতার জন্ম দিত আমার প্রেমিক মন
তোমার মুক্তো হাসি রূপের ঝলকে-
কত কবিতার ভীড়ে সেই মুক্তো হাসি
অনন্য প্রেমাসিক্ত কাব্য রসের মালা গেঁথে
হৈমন্তী কুয়াশা মাখা পড়ন্ত বিকেল খোঁজে
অধীর অপেক্ষায় চেয়ে রয় অজানার পথে।
কত কবিতার মতো কত প্রেম জন্ম নেয়
কত হাসি ঝড় তোলে হৃদয় মন্থনে,
বারবার তবু কেন এভাবেই প্রেম আসে
আমার হৃদয়াকাশে ? প্রেম চিরন্তন !