সাইফুল ইসলাম মুহাম্মদ
জন্ম নিয়ে দুঃখ নেই পেলাম বাংলা ভাষা
বাংলা বীনে কথা বলে মিটে না যে আশা।
আমার ভাইয়ের রক্ত সেদিন যায়নি তাই বৃথা
তাইতো আজ নানান কাজে বলি বাংলায় কথা
বিশ্বের বুকে উঁচু শিরে চলি পথ যত
বাংলা ভাষা নিয়ে আমি গর্ব করি তত।
নিজের জীবন বাজি রেখে গুলী খেল বুকে
সন্তানহারা মা যে কাঁদে আজও ছেলের শোঁকে।
সাতবাড়িয়া, বানারীপাড়া, বরিশাল।