মহীতোষ গায়েন
পৃথিবীর সব গাছ সব
নদী,জলাশয়,মাঠঘাট,
আকাশ আজও মুখরিত
বিজয় বাংলাদেশ গানে।
বাইগার নদী তীরে তাল
তমাল,হিজলের শাখায়
মুক্তির শিহরণ খেলে,সুর
বয় ভাটিয়ালি মাঝির কণ্ঠে।
দোয়েল,ময়নার সুমধুর
সুর বিজয়ের বার্তা দেয়;
তীব্র প্রতিরোধে হানাদার
চলে যায় শেষ খেয়া বেয়ে।
বাংলার চেতনায় ক্যানভাসে
বাঙালি আজও এঁকে যায়
মুক্তির যীশু মুজিবের মুখ
প্রতিবাদী বিপ্লবী স্বাধীনতা।
সোনার বাংলাদেশ ফসলের
মাঠে রক্তে রাঙা বিজয়ের সূর্য,
শ্রদ্ধা,শপথে,প্রতিরোধে আজও
অম্লান স্বাধীনতা বিজয়ের গান।