হরিৎ বন্দ্যোপাধ্যায়
বিজয় মানে ভোরের আকাশ
নতুন দিনের আলো
বিজয় মানে তাড়িয়ে আঁধার
ঘুচলো সকল কালো ।
বিজয় মানে স্বাধীন দেশে
একসাথে পা ফেলা
বিজয় মানে মায়ের ঘরে
বাংলা কথা বলা ।
বিজয় মানে শিশুর হাসি
খুশিতে ভরা মুখ
বিজয় মানে তাড়িয়ে শত্রু
স্বাধীন হওয়ার সুখ ।
বিজয় মানে লাল সবুজে
বাংলা মায়ের ছবি
শুভ্র সকাল শিশির ভেজা
সবাইকে আজ জানাই তবে
বিজয় দিবসের শুভেচ্ছা।