ফুটবল বিশ্বের রাজপুত্র
দিয়াগো ম্যাডোনা
গোটা বিশ্ব ফুটবল কখনো
তোমাকে ভুলবে না।
পায়ের জাদুতে করেছো তুমি
বিশ্ব ফুটবল জয়
কোটি ফুটবল ভক্তের মনে
থেকে যাবে অক্ষয়।
ম্যাডোনা তুমি কিংবদন্তী
কোটি প্রাণের চাওয়া
ছিয়াশির বিশ্বকাপটা
তোমার জন্যই পাওয়া।
আর্জেন্টিনার বিশ্ব জুড়ে
ভক্ত তাঁরই জন্য
ফুটবল বিশ্বে ম্যাডোনা
নামটাই অনন্য।
কিংবদন্তী তুমি কি ভেবেছিলে
ফুটবল প্রাঙ্গন কান্নায় ভাসুক
তোমার মতো মহা-তারকা
যুগে যুগে আবার আসুক।