কষ্টের কবিতা – অরবিন্দ মাজি
মনের বদল প্রতিটি মুহূর্তে,
যেমন বদলায় দৃশ্যপট…
সূর্য-কুয়াশার লুকোচুরি খেলা-
সেখানেও পরিবর্তনের মেলা…
ইদানিং প্রিয়জনের চোখেও –
পরিবর্তনের স্পষ্ট ছাপ,
গোধূলির প্রেমও ক্ষয়ে ক্ষয়ে যায়-
একাকি দাঁড়িয়ে থেকে নির্জনতায়…
তবুও সবকিছুই ঠিকঠাক রাখতে হয়-
মনে হয় , এও যেন এক বিপন্ন বিস্ময় !!
© অরবিন্দ মাজীমাজী, কলেজ পাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর। ২৮/১১/২০২০।