কবিতা- বৌ | আতিদ তূর্য

কবিতা- বৌ | আতিদ তূর্য

আতিদ তূর্য

 

বউ, তুমি যহন স্নান সাইরে

ঘাট থেইকে কলসি ভইরা ফেরো,

তহন তুমারে কী যে সোন্দর দেহায়,

একেবারে মা প্রতিমার লাহান!

তুমার শাড়ি ভিজে চুপচুপ হয়,

তুমি বুকের উপরে গামছা চড়াও;

 

উঠোনে দাঁড়ায়ে চুল মেইলে দিয়ে কী

চমেৎকার কইরে না ঝপাৎ ঝপাৎ করে

বাড়ি দাও, আমি এইসব একমনে দেহি।

ঠাকুরঘর থেকে সিন্দুর নিয়ে সিথানে লাগাও,

শাখা-নোয়া হাতে তুলসীতলায় ঢালো জল।

 

বউ, তুমি মন থেইকা শুধু 

আমারেই চাও, সে আমি জানি।

তবু সমাজ তুমার মনরে বুঝে না, গায়ে গতরে হিঁদু বাড়ির বউ বানায়!

তয় পুরুষ কী দেবতা, বৌ? 

 

আমাগেতো কিছু পরা থুয়া লাগে না!

শাখা-নোয়া-সিন্দুর-মঙ্গলসূত্রে তুমি সবার

চউক্ষে আমার বৌ হও,

তাইলে আমি যেমনটা আছিলাম তেমনটা

কইরেই তোমার স্বামী হই কি কইরে? 

 

আমি মইরে গেলে মাইনষে তুমারে বিরাট

শরমের মইধ্যে ফেলবো -সে আমি বুঝি।

যা দিয়ে তুমি নিজেরে রাঙাও তা জোর

কইরে কাইড়ে নিবো, কইবো বেধবার অমুক

খাওয়া চলে না, তমুক পরা চলে না।  

তোমার সুন্দর শইল থেইকা রঙিন কাপড় নিবো কাইড়া,

শাদা থানে আন্ধার কইরা থুইবো তোমারে,

এক্কেরে শ্মশানের মতো!

তয় তুমি মরলে আমার ক্যান কিছু ছাড়া-

থুয়া লাগবো না?!-কইতো পারো বৌ? 

 

বৌ, তুমারে ছাড়া সগ্গ ক্যামুন কইরা হয় আমি  জানি না! 

তয় মইরে গেলে শুনিছি আমারে

সগ্গীয় রথে চড়াইবো আর আমার কথা উঠলেই-

সবাই সগ্গীয় পোসেন কয়ে  ডাকপে!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বাংলার রূপ

বাংলার রূপ

 ইমরান হোসাইন   এই বাংলায় হয়েছিল যে দেখা কথা ছিল হবে আবার দেখা , এই বাংলা রয়ে যাবে চিরকাল তুমি রবে না একা । আবছা ...
নাজনিন নিহার জীবনী; Naznin Niha Lifestyle | বয়স | উচ্চতা |  Biography

নাজনিন নিহার জীবনী; Naznin Niha Lifestyle | বয়স | উচ্চতা | Biography

সিনেমানামা ডেস্ক বর্তমান সময়ে বাংলা নাটকের অনতম জনপ্রিয় মুখ নাজনিন নিহা। নাজনিন নিহাকে খুব বেশি একটা কাজের মধ্যে দেখা না গেলেও তিনি বেশ আলো কেড়ে ...
অণুগল্প- এবং ঘুম অথবা ঘুম

অণুগল্প- এবং ঘুম অথবা ঘুম

 ঋভু চট্টোপাধ্যায়   ঘুম অসছে না।বেশ অনেক দিন ধরেই ঘুম আসছে না।প্রতিরাতে বালিশ মাথায় বাইরের দিকে তাকিয়ে শুয়ে থাকছি।জানলার ওপাশে অন্ধকার, তার ওপাশে আরো বাড়ি, ছোট বড়। বাড়ির ভিতরে লোকজন, সবাই ঘুমাচ্ছে। শুধু আমার চোখ ...
হিন্দু (সনাতনী) ছেলেদের বাছাইকৃত সেরা নাম (২০২৪)

হিন্দু (সনাতনী) ছেলেদের বাছাইকৃত সেরা নাম (২০২৪)

অ দিয়ে হিন্দু ছেলেদের নাম ১.অসীম — প্রসিদ্ধ, মহান, অনেক বড়, বিশাল ২. অনিক — ভগবান গণেশ৩. অবদ — উপহার, পুরষ্কার৪. অকীল — বুদ্ধিমত্তা, বুদ্ধিমান৫. ...
জলের স্বপ্ন

জলের স্বপ্ন

মহীতোষ গায়েন জল চাই,বিচ্ছেদ চাই না; পুরানো বিবাদ মুছে ফেল, নীল আকাশে ডানা মেলে দিয়ে পাখিরা বাসায় ফেরে প্রেমে,অপ্রেমে। সারাদিন মুখ লুকিয়েছি অসুখে, জানি না ...
অচিনপুরের দেশে: ষষ্ঠ পর্ব

অচিনপুরের দেশে: ষষ্ঠ পর্ব

  পাঞ্চালী মুখোপাধ্যায় এবং গৌতম সরকার   গৌতম সরকার: বৃষ্টি এখন অনেকটা ধরেছে। চারদিক ঘন অন্ধকারে ছেয়ে গেছে। টর্চ আনা হয়নি, এখন এই কাদাপথ হাতড়ে ...