কবিতা- বৌ | আতিদ তূর্য

কবিতা- বৌ | আতিদ তূর্য

আতিদ তূর্য

 

বউ, তুমি যহন স্নান সাইরে

ঘাট থেইকে কলসি ভইরা ফেরো,

তহন তুমারে কী যে সোন্দর দেহায়,

একেবারে মা প্রতিমার লাহান!

তুমার শাড়ি ভিজে চুপচুপ হয়,

তুমি বুকের উপরে গামছা চড়াও;

 

উঠোনে দাঁড়ায়ে চুল মেইলে দিয়ে কী

চমেৎকার কইরে না ঝপাৎ ঝপাৎ করে

বাড়ি দাও, আমি এইসব একমনে দেহি।

ঠাকুরঘর থেকে সিন্দুর নিয়ে সিথানে লাগাও,

শাখা-নোয়া হাতে তুলসীতলায় ঢালো জল।

 

বউ, তুমি মন থেইকা শুধু 

আমারেই চাও, সে আমি জানি।

তবু সমাজ তুমার মনরে বুঝে না, গায়ে গতরে হিঁদু বাড়ির বউ বানায়!

তয় পুরুষ কী দেবতা, বৌ? 

 

আমাগেতো কিছু পরা থুয়া লাগে না!

শাখা-নোয়া-সিন্দুর-মঙ্গলসূত্রে তুমি সবার

চউক্ষে আমার বৌ হও,

তাইলে আমি যেমনটা আছিলাম তেমনটা

কইরেই তোমার স্বামী হই কি কইরে? 

 

আমি মইরে গেলে মাইনষে তুমারে বিরাট

শরমের মইধ্যে ফেলবো -সে আমি বুঝি।

যা দিয়ে তুমি নিজেরে রাঙাও তা জোর

কইরে কাইড়ে নিবো, কইবো বেধবার অমুক

খাওয়া চলে না, তমুক পরা চলে না।  

তোমার সুন্দর শইল থেইকা রঙিন কাপড় নিবো কাইড়া,

শাদা থানে আন্ধার কইরা থুইবো তোমারে,

এক্কেরে শ্মশানের মতো!

তয় তুমি মরলে আমার ক্যান কিছু ছাড়া-

থুয়া লাগবো না?!-কইতো পারো বৌ? 

 

বৌ, তুমারে ছাড়া সগ্গ ক্যামুন কইরা হয় আমি  জানি না! 

তয় মইরে গেলে শুনিছি আমারে

সগ্গীয় রথে চড়াইবো আর আমার কথা উঠলেই-

সবাই সগ্গীয় পোসেন কয়ে  ডাকপে!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
আত্মজ

আত্মজ

গৌতম সরকার “নবমী নিশি পোহালো……………. উমা আমার যাবে চলে…………….” নবমীর রাত্রি এক আকাশ কান্নার ঝুলবারান্দা। এই রাত্রিটা আপামর বাঙালির বুকের মধ্যে লক্ষ-কোটি পিন ফোটায়। পঙ্কজ ...
রাখাল ছেলে- আরিফুল ইসলাম

রাখাল ছেলে- আরিফুল ইসলাম

রাখাল ছেলে, রাখাল ছেলে একটু ফিরে চাও! মেঠোপথের পথটি ধরে কোথায় তুমি যাও? আমি যাচ্ছি চারণভূমে মেষ চড়াবো ভাই, সবুজ সতেজ ঘাস সেখানে আর কোথাও ...
অমৃত লোভায়

অমৃত লোভায়

|শুক্লা গাঙ্গুলি    মনবাউল দিনশেষে মাধুকরিতে প্রণিপাত হাটুমুডে- –     মহাভিক্ষু  দাও অহংকার ভিক্ষা-    সুদীর্ঘ তাপদাহ শেষে মৃদু মন্থর বাতাসে  থাকুক আমন্ত্রণ   ...
বেকার - শ্রী রাজীব দত্ত

বেকার – শ্রী রাজীব দত্ত

শ্রী রাজীব দত্ত    তোমাদের ভাগ্য ভালো আমার কপাল মন্দ তোমার মনের ঘরে সদাই আলো তোমার বাঁচার মানেই দ্বন্দ্ব।    তোমাদের চিন্তা কিসের আছে তো ...
10 Global Trends That Will Affect Technology in 2022

10 Global Trends That Will Affect Technology in 2022

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
ন্যাপথালিন

ন্যাপথালিন

আশিক মাহমুদ রিয়াদ নিঝুম রাতদপুর- কোথাও কেউ কেউ ব্যস্ত নিশিযাপনে .. ধোঁয়াটে ধীরতা লগ্ন বয়ে আসে নগ্নতার.. আমি তো বার বার আষাঢ় শেষে শরত চেয়েছিলাম.. ...