কবিতা-মনে পড়ে

কবিতা-মনে পড়ে

গোবিন্দ মোদক 

মনে পড়ে    ছোট্টবেলার সেই যে আমার গ্রাম,

মনে পড়ে    সেই গ্রামটির ‘ফকিরতলা’ নাম!
মনে পড়ে    গ্রামটি ছিল ‘কুসুম’ নদীর তীরে,
মনে পড়ে    সে গ্রাম সবুজ গাছ-গাছালির ভিড়ে!

মনে পড়ে    ঘুম ভাঙতো ভোরের আজান শুনে,
মনে পড়ে    ডাকতো পাখী স্বপ্নের জাল বুনে!
মনে পড়ে    রাম রহিমের পাঠশালাতে যাওয়া,
মনে পড়ে    বন্ধুর কাছে আচার চেয়ে খাওয়া!

মনে পড়ে    নদীর জলে সকাল-বিকেল নাওয়া,
মনে পড়ে    ঝড়ের সময় আম কুড়োতে যাওয়া!
মনে পড়ে    বর্ষার মাঠে ভিজে ফুটবল খেলা,
মনে পড়ে    আষাঢ় মাসে পীর-দরগার মেলা!

মনে পড়ে    চু-কিত্-কিত্, হা-ডু-ডু, গুলি খেলা,
মনে পড়ে    নদীর জলে ভাসাই কলার ভেলা!
মনে পড়ে    ফলসা বনে দৌড় আর হুটোপুটি,
মনে পড়ে    গুটি খেলা সকল বন্ধু জুটি!

মনে পড়ে    সন্ধ্যা হলেই ফিরতে হতো বাড়ি,
মনে পড়ে    লম্ফ জ্বেলে পড়া তাড়াতাড়ি!
মনে পড়ে    পড়া শেষে ঠাকুমা-দাদীর গল্প,
মনে পড়ে    আজও সেসব রূপকথা রূপ-কল্প!

মনে পড়ে    গ্রামের পরব ঈদ বা মহরম,
মনে পড়ে    পুজো হত নানান রকম !
মনে পড়ে    মন্দিরেতে বাজতো কাঁসর-ঘন্টা,
মনে পড়ে    ফকির-দাদুর উদাস করা গানটা!

মনে পড়ে    সেই গ্রামের শালুক ফোটা বিল,
মনে পড়ে    গ্রামবাসীদের মনের কত মিল!
মনে পড়ে    সুখে-দুখে থাকতাম সেই গাঁয়ে,
মনে পড়ে    রাম আর রহিম মিশতো ভায়ে ভায়ে!

মনে পড়ে    ভীষণ ভাবে সেই গাঁয়েরই স্মৃতি,
মনে পড়ে    শ্রদ্ধা-ভক্তি, ভালবাসার প্রীতি!
স্বপ্ন জুড়ে    আজও ভাসে আমার সে গ্রাম,
কানে কানে   বাতাস বলে ‘ফকিরতলা’ নাম!!

 

নদীয়া,পশ্চিমবঙ্গ,ভারত।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
দুটি সমকালীন কবিতা

দুটি সমকালীন কবিতা

অর্থনৈতিক সমাচার নিয়মের প্রেসক্রিপশনে  ‘পকেট টেস্টিং!’ ঘুম ঘঠিত প্যাঁচালের শেষে ‘রিপোর্ট নরমাল!’ ভুড়িসমাচারে ডাক্তার বাবুর চর্বিত চর্বনে ‘নৈতিকতার টক’- সেবনে আরোগ্য নিশ্চিত! পরিবার-পরিজনের প্রেসার আপ-টু-আপে ...

বিজ্ঞাপনে তোমায় দেখি

অমিত মজুমদার বিজ্ঞাপনে তোমায় দেখি নদীর থেকেও চতুর। দ্বিমত ছিলো তোমার জন্য কখন হবো ফতুর। রাজনীতিতে আমজনতার বাজেট কমে এলে মনের মতো ঝালাই করো লুডোর ...
নীল বেদনা

নীল বেদনা

আশিক মাহমুদ রিয়াদ ঐ নীল চোখা বেদনার মধ্যে একধরণের মিশ্র সুখ আছে! তুমি জানো সেসব কথা। শেষবার যখন হাত ধরেছিলে তখন আমার নাকের নিচে গোফের ...
পুজোর কবিতা -  মা আসে যে

পুজোর কবিতা – মা আসে যে

বদ্রীনাথ পাল আকাশটা যেই নীল হলো আর ভাসলো মেঘের ভেলা- কাশ ফুলেরা মাঠের আলে বসিয়ে দিলো মেলা । মোললো ডানা বকগুলো সব, উড়লো সারি সারি- ...
অণুগল্প- সেই কাশফুল I জুয়েল রানা সাকিব

অণুগল্প- সেই কাশফুল I জুয়েল রানা সাকিব

I জুয়েল রানা সাকিব বিকালবেলা সবুজ ছোট ছোট ঘাসের উপর শুয়ে নীল আকাশ দেখার মাঝে কিংবা সাদা মেঘেদের বিভিন্ন জিনিসের আকৃতি দিয়ে কল্পনা করার মাঝে ...
জীবনানন্দ দাশ : বাংলাভাষার শুদ্ধতম কবি

জীবনানন্দ দাশ : বাংলাভাষার শুদ্ধতম কবি

 গোবিন্দ মোদক  . . . .  আধুনিক কাব্য জগতে রবীন্দ্রনাথের পরই যাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি হলেন কবি জীবনানন্দ দাশ যাঁকে বাংলা ভাষার “শুদ্ধতম ...