কবিতা-মনে পড়ে

কবিতা-মনে পড়ে

গোবিন্দ মোদক 

মনে পড়ে    ছোট্টবেলার সেই যে আমার গ্রাম,

মনে পড়ে    সেই গ্রামটির ‘ফকিরতলা’ নাম!
মনে পড়ে    গ্রামটি ছিল ‘কুসুম’ নদীর তীরে,
মনে পড়ে    সে গ্রাম সবুজ গাছ-গাছালির ভিড়ে!

মনে পড়ে    ঘুম ভাঙতো ভোরের আজান শুনে,
মনে পড়ে    ডাকতো পাখী স্বপ্নের জাল বুনে!
মনে পড়ে    রাম রহিমের পাঠশালাতে যাওয়া,
মনে পড়ে    বন্ধুর কাছে আচার চেয়ে খাওয়া!

মনে পড়ে    নদীর জলে সকাল-বিকেল নাওয়া,
মনে পড়ে    ঝড়ের সময় আম কুড়োতে যাওয়া!
মনে পড়ে    বর্ষার মাঠে ভিজে ফুটবল খেলা,
মনে পড়ে    আষাঢ় মাসে পীর-দরগার মেলা!

মনে পড়ে    চু-কিত্-কিত্, হা-ডু-ডু, গুলি খেলা,
মনে পড়ে    নদীর জলে ভাসাই কলার ভেলা!
মনে পড়ে    ফলসা বনে দৌড় আর হুটোপুটি,
মনে পড়ে    গুটি খেলা সকল বন্ধু জুটি!

মনে পড়ে    সন্ধ্যা হলেই ফিরতে হতো বাড়ি,
মনে পড়ে    লম্ফ জ্বেলে পড়া তাড়াতাড়ি!
মনে পড়ে    পড়া শেষে ঠাকুমা-দাদীর গল্প,
মনে পড়ে    আজও সেসব রূপকথা রূপ-কল্প!

মনে পড়ে    গ্রামের পরব ঈদ বা মহরম,
মনে পড়ে    পুজো হত নানান রকম !
মনে পড়ে    মন্দিরেতে বাজতো কাঁসর-ঘন্টা,
মনে পড়ে    ফকির-দাদুর উদাস করা গানটা!

মনে পড়ে    সেই গ্রামের শালুক ফোটা বিল,
মনে পড়ে    গ্রামবাসীদের মনের কত মিল!
মনে পড়ে    সুখে-দুখে থাকতাম সেই গাঁয়ে,
মনে পড়ে    রাম আর রহিম মিশতো ভায়ে ভায়ে!

মনে পড়ে    ভীষণ ভাবে সেই গাঁয়েরই স্মৃতি,
মনে পড়ে    শ্রদ্ধা-ভক্তি, ভালবাসার প্রীতি!
স্বপ্ন জুড়ে    আজও ভাসে আমার সে গ্রাম,
কানে কানে   বাতাস বলে ‘ফকিরতলা’ নাম!!

 

নদীয়া,পশ্চিমবঙ্গ,ভারত।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সুখের সন্ধানে

সুখের সন্ধানে

সেকেন্দার আলি সেখ রহমত নগরের বাদশা মীর জুমলা সভাসদদের ডেকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর জানতে চাইলেন -‘বলো তো, তামাম দুনিয়ার মধ্যে সব চেয়ে সুখী কে?’ ...
অচিনপুরের দেশে: অষ্টম পর্ব

অচিনপুরের দেশে: অষ্টম পর্ব

পাঞ্চালী মুখোপাধ্যায় এবং গৌতম সরকার  গৌতম সরকার অনিশ্চিতপুর কোনো জাদু রাজ্য নয়। এখানে প্রবেশদ্বারে কোনো জাদুকর দাঁড়িয়ে থাকেনা যে আহুত-অনাহুত-রবাহুত আগন্তুকের গায়ে জাদুদন্ড বুলিয়ে তাদের ...
তুমিও কী তাই?

তুমিও কী তাই?

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম বিশ্ববিদ্যালয়ের করিডোরে নির্বাক দাঁড়িয়ে তুমি যেন একগুচ্ছ ফুটন্ত লালগোলাপ , পরনে লাল শাড়ি কপালে টিপের আঁচড় সুগন্ধি ছড়িয়ে পরিবেশ করেছো ...
ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন এ দরখাস্ত লেখার নিয়ম

ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ সিটি কর্পোরেশন এ দরখাস্ত লেখার নিয়ম

নিত্য বাতায়ন দরকারী কাজে মাঝেমধ্যেই আমাদের ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে নাগরিক সুবিধা নিতে বিভিন্ন ধরণের দরখাস্ত -পেশ করতে হয়। যার মধ্যে জন্ম কিংবা ...
বাংলার রূপ

বাংলার রূপ

 ইমরান হোসাইন   এই বাংলায় হয়েছিল যে দেখা কথা ছিল হবে আবার দেখা , এই বাংলা রয়ে যাবে চিরকাল তুমি রবে না একা । আবছা ...
প্রিয় আমি আছি- সুমন্ত আশরাফ 

প্রিয় আমি আছি- সুমন্ত আশরাফ 

 সুমন্ত আশরাফ    প্রিয় আমি আছি। পশ্চিমাকাশের দিগন্ত রেখার মত। কিংবা রাতের আকাশে উজ্জল তারার মত। হয়ত হয়েছি ক্ষত। তোমার অভিমানের তিরে। তাই গিয়েছি সরে, ...