আমি কি চুপ থাকবো?
শুধু অন্যায় আর দুর্নীতি,
যেদিকে দেখি মানুষরুপী হায়েনা
ক্ষত বিক্ষত করছে বাংলা জননী।
তুমিও কি এভাবে দেখে যাবে?
যোগ্যশুন্য যারা, ভালো করে দেখো,
তারাই নেতা নির্মম ওরা নিষ্ঠুর
প্রতিবাদী হও কালো হাত রুখো।
আর কতো নিশ্চুপ থাকবো?
চারিদিকে ধর্ষণ, অসভ্য নির্যাতন,
জবর-দখল-হত্যা, জনগণ নিরুপায়
বিচারহীনতায় নির্বাক শুধু ক্রন্দন!
আমার স্বাধীন দেশে কতোবার
দেখবো ধর্ষিতার রক্তের দাগ?
অজানা ভয়ে রাজপথে মিছিলে
মুষ্টিবদ্ধ হয়না প্রতিবাদের হাত।
তুমি এসো সাহসী তরুণ
ন্যায়ের পতাকা বজ্রকন্ঠে,
স্তব্ধ করো সমাজের কুলাঙ্গার
মুছে দাও শোষণ প্রতিবাদী মন্ত্রে।