কবিতা-“শিক্ষক”

আরিফুল ইসলাম আকাশ

 

 

অ, আ, ক, খ, গ বর্ণমালার বাণী, 

যিনি দিলো মোর একালো মস্তিষ্কে ঢালি।

তারা ঝড়, তুফানে ছোটে ছাড়িয়া ঘর, 

তারাই তো জাতি গড়ার আসল কারিগর।

 

দিবা-বিভাবরী ছোটে জ্ঞানের মশাল লয়ে,

বর্বরের মধ্যেদেয় তারা জ্ঞানের প্রদীপ জ্বলে। 

কুরিয়ে এনে ঝিনুক তৈরি করে মুক্তা হেম,

ভক্তিভাবে করি তাদের শ্রদ্ধাসহও প্রেম।

 

অমাবশ্যার আঁধারে যাঁরা একটুকরো সুধা, 

যদি নাহি মেটে তাদের আহারে তৃষ্ণা ক্ষুধা। 

যে ভবনের খুঁটি বেশ শক্ত না করে পুতে,

সে ভবন কী করে উঁচুতে থাকে টিকে?

 

যাদের চিন্তা ভাবনা জুড়ে, 

শিক্ষার আলোতে আধার যায় পুরে।

তাদের জবান হতে হয় না কখনো ঝুট,

তাই তাদের চরণেই এসে লুটিয়ে পরে,

সকল সিংহাসনের রাজ মুকুট।

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
রহস্যঘেরা শিমুলতলা পর্ব: ০৪

রহস্যঘেরা শিমুলতলা পর্ব: ০৪

গৌতম সরকার রাত্রে অথর্ব স্বপ্ন দেখল। সে একটা গুহার মধ্যে ঢুকে পড়েছে। ঢোকার পরপরই কে যেন পিছন থেকে গুহার মুখ বন্ধ করে দিল। এখন সামনে ...
স্বপ্নভ্রম

স্বপ্নভ্রম

|আহমেদ সুমন    একটি ঘুড়ির মতো আমিও উড়ি স্বপ্নের আকাশে, নিমিষেই ঘুরে বেড়াই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, মিশরের পিরামিড আর নীলনদ যেন হাত ...
 গল্প - শ্রাবণের আমন্ত্রণ

 গল্প – শ্রাবণের আমন্ত্রণ

ইমন শেখ সকাল থেকে বেশ খাটুনি গেছে শিউলির। দুপুরে রান্না খাওয়ার পাট চুকিয়ে অবসন্ন শরীরটা বিছানায় এলিয়ে দিতেই ঘুমে বুঁজে আসে তার চোখ। কিন্তু ঘুমটা ...
ধারাবাহিক গল্প-অচিনপুরের দেশে-পর্ব-১

ধারাবাহিক গল্প-অচিনপুরের দেশে-পর্ব-১

[মুখবন্ধ: করোনা কবলিত বদ্ধ জীবনে কিছুটা একঘেয়েমি কাটানোর জন্যেই এই গল্প গল্প খেলাটি আমার প্রিয় দিদি-সহকর্মী পাঞ্চালী মুখোপাধ্যায়ের সাথে শুরু করেছিলাম৷ দিদির আন্তরিক আগ্রহ ও ...
রান্নাঘর 

রান্নাঘর 

 |হরেকৃষ্ণ দে   রোদজ্বলা পঁচারঙের খড়ের চালের ভেতর থেকে মুখ উঁচিয়ে আছে বাঁশের গুটিকয়েক বাতা পাশে দেয়াল ঘেষে লকলকে পাতা মেলা একটা গাঁদাল গাছ এটাই ...
 ছড়া-খেলবো হেসে

 ছড়া-খেলবো হেসে

উজ্জ্বল মহান্ত     ট্রিং ব্রিং ছুটছে ফড়িং  শস্য খতের মাঠে। গালফুলিয়ে হেসে দুলে খেলতে যাই ঘাটে।   চিল উড়ে বিল ছেড়ে উড়ে আকাশে ঘুড়ি ...