অ, আ, ক, খ, গ বর্ণমালার বাণী,
যিনি দিলো মোর একালো মস্তিষ্কে ঢালি।
তারা ঝড়, তুফানে ছোটে ছাড়িয়া ঘর,
তারাই তো জাতি গড়ার আসল কারিগর।
দিবা-বিভাবরী ছোটে জ্ঞানের মশাল লয়ে,
বর্বরের মধ্যেদেয় তারা জ্ঞানের প্রদীপ জ্বলে।
কুরিয়ে এনে ঝিনুক তৈরি করে মুক্তা হেম,
ভক্তিভাবে করি তাদের শ্রদ্ধাসহও প্রেম।
অমাবশ্যার আঁধারে যাঁরা একটুকরো সুধা,
যদি নাহি মেটে তাদের আহারে তৃষ্ণা ক্ষুধা।
যে ভবনের খুঁটি বেশ শক্ত না করে পুতে,
সে ভবন কী করে উঁচুতে থাকে টিকে?
যাদের চিন্তা ভাবনা জুড়ে,
শিক্ষার আলোতে আধার যায় পুরে।
তাদের জবান হতে হয় না কখনো ঝুট,
তাই তাদের চরণেই এসে লুটিয়ে পরে,
সকল সিংহাসনের রাজ মুকুট।