হে রাষ্ট্র প্রধান ঘোষনা করুন আজ থেকে মানুষে মানুষে,
থাকবে না কোন ভেদাভেদ।
যেমন আপনার ঘোষনায় বন্ধ হয়ে যায় বিপনী বিতান,
আর সব ধর্মীয় উপাসনালয়।
হে রাষ্ট্র প্রধান ঘোষনা করুন সব ধর্ষক পুরুষের জন্য,
খোজা করা দিন ধার্য্য হবে।
যেমন খোজা করন হয়ে থাকে অতি প্রিয় গবাদীপশুকে,
যাতে সে পশুটি রিষ্টপূষ্ট থাকে।
হে রাষ্ট্র প্রধান ঘোষনা করুন আর কেউ যেন না ভাঙ্গে,
প্রতিমা কোন দিন।
যে প্রতিমা পরম মমতায় কেউ একজন তাঁর অর্চনা দেয়
অন্ধবিশ্বাস নিয়ে হৃদয়ে।
হে রাষ্ট্র প্রধান ঘোষনা করুন সবাই যার যার সৃষ্টি কর্তায়
আরাধনা করুক শান্তির সহিত।
হে রাষ্ট্র প্রধান ঘোষনা চাই সব প্রেমিক আর প্রেমিকা হউক!
পরিবেশ প্রেমিকও।
কেননা পরিবেশ রক্ষায় রাষ্ট্রের ভূমিকার মতই ভূমিকা দিক,
প্রেমিক পূরুষ আর প্রেমিক নারী।
হে রাষ্ট্র প্রধান ঘোষনা করুন যারা কৃষিকাজ করেন তাঁরা
রাষ্ট্রর প্রথম শ্রেণীর নাগরিক।
কেননা মাননীয় রাষ্ট্র প্রধান সেই কৃষকই যে প্রাণ বাংলার,
যেমন আমাদের প্রাণ বাংলাদেশ।
মানচেষ্টার,ইংল্যান্ড ।