কবিতাপ্রথম পাতাবিরহের কবিতাসর্বশেষ

কথা

মহীতোষ গায়েন

যদি বলো শুধু কথা বলে কি লাভ হবে?

আসলে সব কিছু লাভ দিয়ে বিচার হয়

না,তাছাড়া কখন কিভাবে কাকে দিয়ে 

কি লাভ হবে তা স্বয়ং ঈশ্বরও জানেন না।

 

অর্থ,বিত্ত,শরীর ও সুখের আশায় ছুটলে

কষ্ট বাড়ে,মনের অসুখ হয়,মনের অসুখ 

হলে চাঁদ ডোবার মত ভালোবাসা ডোবে;

তাই কথা বলো,মর্ম বুঝে মুক্ত খুঁজে নাও।

 

কথা আসে,কথা যায়,কথা মরে রাত্রির

জোৎস্নায়,মরমে প্রবেশ করে কথা,শিরা

উপশিরায় চরে বেড়ায়;হৃদয় কথায় হয়

প্রেম,প্রতারণা,অপ্রেম অথবা প্রতিহিংসা।

 

কথা মারে,কথা বাঁচায়,পাখি যেমন শিকারি থেকে

তার ছানাকে আগলায়,কথার খেলাপ হলে কষ্ট সব

বৃষ্টি হয়ে ঝরে,কথায় ফুল ফোটে,পাখি গায় গান…

এসো,কথায় কথায় ভালোবাসা প্রেম শরীরে মাখি। 

 

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]