কবিতাকষ্টের কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাসর্বশেষ

দু’টো নামের আদ্যাক্ষর ও যোগচিহ্ন 

রফিকুল নাজিম 
দেড় যুগ পর সেদিন কলেজে গেলাম
গেইটে দারোয়ান কদম আলী ভাই আর নেই
দেখলাম নতুন লোক পাহারায় বসা
বাকি সব আগের মতই আছে।
পশ্চিম দিকে সাইন্স বিল্ডিং উত্তরে কমার্স বিল্ডিং
মানবিকের বিল্ডিংটা আগের মতই টিনশেড আছে
শ্রেণিকক্ষ চেয়ার টেবিল বেঞ্চ আগের জায়গায় আছে
কেবল তোমার আমার নামের আদ্যাক্ষর দু’টো আর নেই
পুকুর ঘাটে লাল ইট দিয়ে লেখা লাভ চিহ্নের ভেতরে তোমার নামটাও শ্যাওলায় ঢেকে গেছে
দেয়ালে দেয়ালে রং পড়েছে
ঢাকা পড়েছে তোমার আমার নামের আদ্যাক্ষার, যোগচিহ্ন!
কলেজ থেকে ফেরার পথে তোমাদের বাড়ি সামনে এসে দাঁড়ালাম
তোমাদের জামগাছটা আর নেই সেখানে
রাতের আঁধারে একদিন এই গাছের বাঁকল কেটে লিখেছিলাম তোমার আমার নাম
আহা! গাছটার সাথে আমাদের নামও কাটা পড়েছে।
শুনেছি তোমার বাবা সেই জামগাছের কাঠ দিয়ে তোমাকে ফার্নিচার বানিয়ে দিয়েছেন।
আচ্ছা,
সেই জাম কাঠের ঘাটে তুমি কি প্রতিদিন শোও?
ড্রেসিং টেবিলের আয়নায় কার মুখ দেখো?
আমার?
নাকি তোমার নতুন মানুষের?
অথচ আমার মনে খোদাই করা তোমার নামটা এখনো ঝলমলে দ্যোতি ছড়ায়;
তুমুলভাবে আমাকে পোড়ায়!
মাধবপুর, হবিগঞ্জ। 
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]