মলিন বসন্ত
আশিক মাহমুদ রিয়াদ
বসন্তের কোন লালচে রাঙা দিনে,
চায়ের কাপে চুমুর ক্ষতের ঋণে,
পথহারা কোন পথিকের ডাকে
বেদনা নীল রঙে, লাল খামে!
সে পথ ধরে হেটেছি কতদিন,
হৃদয় ভাঙাশোকে কত কাব্য মলিন।
শুধরে গেছে কত ভুলভাল কাব্যমলাট,
বিচ্ছেদের শোকে কাঁটে জীবনের ঝঞ্জাট।
শিশির ফোঁটায় কত বেদনা হয়েছে ক্লিষ্ট,
চোখের কোণে জমেছে জল, হয়েছি নিকৃষ্ট।
বার বার বেসেছি ভালো পাওয়া না পাওয়ায়
মলিন অপরাধে, বেঁধেছি কত সুর-
এই কাব্যিক তল্লাটে, ভেসেছে জীবন
জীবনের গাওয়া গানে-
কী দোষে পুড়ি আমি? কোন সে অপরাধে।
কতদিন হয়েছে এই অপার্থিব নরকবাস,
গুনেছি রাতপ্রহর, শুনেছি কত উপহাস!
স্বপ্নগুলো পুড়েছি, রাত শেষে দীর্ঘশ্বাস..
উড়োচিঠির আক্ষেপে পুড়েছি, হয়েছে রক্তহ্রাস!
প্রিয়দের প্রিয় ক্ষণে, মুহুর্তের রন্ধ্রম্লানে!
খুঁজেছি তোমায় কত অচেনার ভীড়ে
চেনাদের অচেনা রূপে, তুমিও বদলে গেলে!.
নিজেকে সম্ভোগ করিয়ে, কী সুখ তুমি পেলে?
এই অপরাধে কেন জ্বলছি আমি?
এই অপরাধে কেন জ্বলছে ফাগুন?
কেন এই বসন্তে দেহজ্বলে, কী পাপ আমার?
কেনই বা আমি অধমের দলে?