কবিতাপ্রথম পাতাসম্পাদকের লেখাসর্বশেষ

মা’কে নিয়ে লেখা কবিতা

আশিক মাহমুদ রিয়াদ

শারদ প্রাতে-
পৃথিবীর মোহমায়ায় ভেসে যায় আনন্দের বন্যা
অপার্থিব আকাশে কি অপরূপ আভা
তাও আমি বার বার মরে যেতে চাই
আমি একটি মৃত্যু বার বার চাই!
স্বেচ্ছায় কিংবা যাপিত নিয়মে!



চারদিকে রঙ জমেছে
সেজেছে দিন নতুনের আহ্বানে
যে রঙে নেচেছে এ প্রান্তর
খিলখিলিয়ে হেসেছে ঋজু
শিমুল ডগায় শিশির জমেছে
রিক্ততায় শূন্যতায়-
মরে বিভেদ’ তবু আমি বেঁচে যাই!
তোমার টানে, হৃদয়ের টানে

তাও তো আমার কাছে জমানো দীর্ঘশ্বাস ছিলো
অপ্রাপ্তির হৃদয়ে জমানো ছিলো আশা
যে শারদে সবই হাসে নতুন রঙে তাও
কেন এই মজলিসে আমি একা ?



আমি কি তোমায় তবে প্রশ্ন ছুড়তে পারি?
কেন সহজ সমীকরণের উত্তর মেলে না!
আমি কি তবে বুঁদ হতে পারি !
শিশির জমানো রাঙা ভোরে!

অভাবে স্বভাবে অনার্থক এসব চিন্তার ভার
যৌবে বাড়ে কটাক্ষ,
আমি তো বার বার মরে যেতে চেয়েছি
জীবন বড়ই দূর্ভেদ্য !

আমি তো বারং বার জীবনের তাড়নায় হারিয়ে গিয়েছি!
হিসাবের ষোলগুটিতে নিজেকে নিঙরে নিয়েছি!
জীবনের তাড়নায় কঠিন হয়ে যাই,
ভেঙে পড়ি বার বার
বুঝি কিংবা না বুঝি!
অপমানের অপদস্তের বোঝা আমায় শেষ করে দেয়!
তাও যদি ক্ষাণিক ব্যাথা পাই !
আমি তোমাকেই ডাকি!
মা…………মাগো!

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]