এক পুজোর বিকেল

অনঞ্জন

সেটা ছিল এক পুজোর বিকেল, ছোট্ট চারবছরের মেয়েটা

রাস্তায় দাঁড়িয়ে গালি দিচ্ছিল পথচলতি মানুষকে, ভিক্ষা না-পেয়ে

ও এখনও জানেনা ভিক্ষা ওর কোন মৌলিক অধিকার নয়,

কিন্তু ও কি জানে- শিক্ষা ওর মৌলিক অধিকার

ও কি জানে যে খাদ্য ওর মৌলিক অধিকার

বাসস্থানের কথা নাহয় পরে হবে;

আজ,

পুজোর-দিনে ম্লানচোখে ও যখন বিশাল আকাশের দিকে তাকাবে,

নীলকণ্ঠ পাখিরা বিমর্ষ হবে,

আশ্চর্য রাতে এ নিঃসহায় নগরীর হাহাকারে অনুরণিত

ছোট্ট চারবছরের মেয়েটির সেসব চোখা-চোখা বাক্যবাণ!

বন্ধু, তুমিও দু-দণ্ড বিষণ্ণ হয়ো।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন