কবিতাশরতের কবিতাশারদীয় দুর্গা পূজার কবিতাসর্বশেষ

ছোট্টবেলার মত

শংকর দেবনাথ
ঝুলুক-ঝালুক শাপলা-শালুক বিলের জলে ভাসে,
ইচ্ছে মনে দিচ্ছে তাড়া একছুটে যাই পাশে-
কিশোরবেলার পারা।
একটা-দু’টো মুঠোমুঠো শাপলা তুলে- জলে,
লাফাই-ঝাঁপাই- না পাই খুঁজে বন্ধুদের আজ দলে-
হারিয়ে গেছে তারা।।
শিউলি কুড়াই গন্ধ উড়াই ভোরাই আলোর ছায়ে,
সুপ্ত-নিশির মুক্তো-শিশির জড়াই দু’খান পায়ে-
ইচ্ছে জাগে বুকে।
কিন্তু কোথায় কালের সোঁতায় সেদিন গেছে ভেসে,
মন তবু চায় শিউলি তলায় যাই ছুটে রাত শেষে-
একলা গোপন সুখে।।
সাধ জাগে আজ আধ-বয়েসেও কাশের বনে আসি,
শুভ্র হাসির খুব সোহাগে বাঁশির সুরে ভাসি-
স্বপ্নে অবিরত।
বুকের ভেতর সুখের সে ঢাক উৎসবেরই সাজে,
শরৎ এলেই দরদভরা ছন্দে আজও বাজে-
ছোট্টবেলার মত
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]