প্রথম পাতাশরতের কবিতাশারদীয় দুর্গা পূজার কবিতাসর্বশেষ

শরৎ আসে তাক্কু-নাকুড়

গোবিন্দ মোদক

তাকিয়ে দেখো নদীর ধারে তুলছে মাথা কাশ,
ফিসফিসিয়ে বলছে কথা শারদীয়া বাতাস।
টুপুস্ করে পড়লো ঝরে ভোরের শিউলি ফুল,
স্থলপদ্ম উঠলো ফুটে —- গন্ধে সে আকুল।
আকাশ নদী ভাসিয়ে দিলো সাদা মেঘের ভেলা,
সোনা রঙের শিশির-রোদে কাটাকুটি খেলা।
শাপলা-শালুক আলপনা দেয় দীঘি ভরা জলে,
নিথর পুকুর ভর্তি হয়ে আছে পানিফলে।
আনমনা কোন রাখাল ছেলে বাজায় বসে বাঁশি,
সেই সুরেতে উঠল ফুটে — জবা রাশি রাশি।
এবার তবে হোক না আবার মায়ের আরাধনা,
মৃৎশিল্পী ব্যস্ত ভীষণ —- শুধুই দিন গোনা।
এক দুই তিন তাক্কু নাকুড় উঠল বেজে ঢাক,
ঢোল-কাঁসি সুর মেলালো তাকুড় নাকুড় তাক্।
দুর্গামাতা আসীন হলেন —- মণ্ডপটা জুড়ে,
গ্রামবাংলা উঠল মেতে —- তাঁরই সুরে সুরে।
এসো আমরা তাঁরই নামে শারদ গানটা গাই,
তাঁকে স্মরণ করলে দুঃখ সব পালিয়ে যায়।

নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত.

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]