প্রথম পাতাশরতের কবিতাশারদীয় দুর্গা পূজার কবিতাসর্বশেষ

আগমনী প্রেমকথা

মহীতোষ গায়েন

আশ্বিনের মাঠে মাঠে আগমনী বার্তা পৌঁছায়…
শারদ হাওয়া এসে কানে কানে বলে – শান্তি,
শ্বেতশুভ্র কাশের ছোঁয়ায় শিহরিত তনুমনপ্রাণ,
সরীসৃপের মত এঁকেবেঁকে ভালোবাসা স্রোত।

মনের দিঘিতে চিন্তার গাছপালার ছায়া সলজ্জ,
ছায়াবৃত অতীত এসে নাড়া দেয় কুসমিত মননে,
বিপর্যয় কেটে গেছে,আশাবরি রাগ তাই সত্তায়…
সমূহ সমাজে প্রত্যাশার স্বরলিপি ছড়িয়ে যায়।

ফেলে আসা দিন,কদমগাছতলে রিমঝিম বর্ষা
মাথায় পড়ে,সন্ধ্যা প্রগাঢ় হলে ওষ্ঠে চুম্বন এঁকে
দেয় তাৎক্ষণিক আশ্রয়,অচেনা কারুকথা প্রেম
শর্তহীন অঙ্গীকারে স্বপ্ন বোনে নিপুণ দক্ষতায়।

চরাচরে বিশুদ্ধতার দাবি!ভয়ঙ্কর অস্থিরতা মুক্ত
স্বচ্ছপ্রাণ,আনুষঙ্গিক যাপনে তৎপর উৎসমানুষ;
সব ঘর,হাটে,মাঠে,ঘাটে আগমনী বার্তার স্রোত…
ছন্দোবদ্ধ সঙ্গীতে মহামুক্তি ও তৃপ্তি-সুর বহমান।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]