কবিতাপ্রথম পাতাসর্বশেষহ্যাপি নিউ ইয়ার 2022

২০২২ সাল

অশোক কুমার পাইক

এসো, এসো হে অনিন্দ সুন্দর বরষ,
প্রফুল্ল চেতনায়  জাগ্রত হোক হরষ;
জীর্ণ জীবন আলোকিত করো তুমি
সুমধুর আলিঙ্গনে ফুল্ল আননে চুমি l

দীর্ঘ প্রতীক্ষায় প্রহর গোনে বিশ্ববাসী,
মুমূর্ষ প্রাণের ব্যর্থ রোদন  তারা নাশি,
একুশের ইতিহাসের সাক্ষ্য বহন করে
আশঙ্খা, উদগ্রীব, ভয়ার্ত জীবন ঘরে !

অপরূপ সুন্দর বেশে শুভাশুভ নিয়ে
ঐ তারকাখচিত বর্ণময় জীবন দিয়ে–
উজ্জ্বল অলৌকিক বিস্তীর্ণ ঘটনাবলী
দীপ্ত অলোকে প্রকাশ করো দীর্ন দলি l

বিপর্যয়, মহামারীর করাল হাতছানি
কুড়ি, একুশ সাল নির্মম নির্দয় জানি,
বিধ্বস্ত করেছে জীবন ধ্বংস লীলায়
নিষ্ঠুর প্রতিবিম্ব বিশ্বের মরণ খেলায় !

হে নূতন বরষ, তব করুণাধারা ঢালি
সার্থক জীবন দাও,  অমৃতময় খালি,
দুঃখ বিলাপ, বিরহ যন্ত্রনা নয় ধরায়,
বাইশ সালে দুরন্ত গৌরব যেন ছড়ায় l

 

দক্ষিণ ২৪পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত ।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]