হে কবি লহ প্রণাম , আপামর বাঙালির–
তোমার কবিতা আজ ও দামী
তবে তাহা সবার জন্য নহে ,
যাহারা আজ ও কবিতা পড়ে ,দেখে তাদের ।
ভারি কষ্ট হয় জানো , কবিতার কদর নেই–
সময় কোথায় কবিতা পড়ার লেখার —
তোমার সেই বনলতা এখন আলঙ্কারিক শব্দ?
আর রুপসী বাংলা কংক্রিটের আবর্জনা
আবর্জনার মাঝে সাহিত্যের আর্তনাদ ।
ভারি কষ্ট হয় জানো , হে কবি
ফিরে আসবে বলেছিলে , আবার এসো
তবে মানুষের বেশে , হে কবি
লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম।