সিনেমানামা ডেস্ক
নতুন করেই যেন এক আলোর ঝলকানী দেখালেন বাংলাদেশের হাইয়েস্ট স্ট্যারডম কিং খান শাকিব খান। সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের আসন্ন মুক্তি প্রাপ্ত সিনেমা ‘দরদ’ এর ফার্স্ট লুক। ভালোবাসা দিবসের দিনে রক্তমাখা হাতে শাকিব খানের এ নতুন সিনেমার পোস্টারটি যেন শাকিব ভক্তদের মাঝে নতুন এক উন্মাদনার সৃষ্টি করেছে। দরদ সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশী পরিচালক অনন্য মামুন। আর এটিই হতে যাচ্ছে শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে থাকছেন বলিউড ডিভা সোনাল চৌহান।
‘জান্নাত সিনেমার নায়িকা হয়ে বলিউডে ঝড় তুলেছিলেন সোনাল চৌহান। তবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। এখনো অভিনয় করে যাচ্ছেন এই সেনসেশনাল অভিনেত্রী। সোনাল-শাকিব খানকে জুটি করে যৌথ প্রযোজনার ‘দরদ’ নির্মাণ করেছেন অনন্য মামুন। শাকিব ভক্তদের সিনেমাটি নিয়ে আগ্রহের কমতি নেই।
এদিকে শাকিব-সোনাল জুটি কবে বড় পর্দায় আসবে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। এ ব্যাপারে পরিচালক একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আসলে ‘দরদ’ মুক্তির বিষয়টি এখন আর আমাদের হাতে নেই। কারণ ভারতীয় একটি প্রযোজনা সংস্থা ও ওটিটি প্ল্যাটফর্ম ‘দরদ’র শর্ত কিনে নিয়েছে।’ তবে বাংলাদেশ-ভারতে একযোগে সিনেমাটি মুক্তি পাবে জানালেন অনন্য মামুন।
মামুন ঘোষণা দিয়েছেন, দুবাইয়ের বুর্জ খলিফায় ‘দরদ’র প্রথম ২০ সেকেন্ডের ঝলক দেখানো হবে। তার ভাষ্য ঠিক ধরে নিলে যেকোনো সময় মুক্তির তারিখ জানানো হতে পারে। এ ছাড়া ভালোবাসা দিবসে ফাস্ট লুকও প্রকাশ পেয়েছে। সুতরাং অন্তরালে ‘দরদ’র মুক্তির প্রস্তুতি চলছে তা বলার অপেক্ষা রাখে না।
‘দরদ সিনেমায় ভালোবাসাকে প্রাধান্য দিলেও সিনেমাটির ফার্স্ট লুকে শাকিব খানের রক্তে রাঙা হাত যেন বার্তা দিচ্ছে ভিন্ন কিছুর। তাহলে কি গল্পে থাকছে টুইস্ট? সেটি তো থাকবেই। কিন্তু কি ঘটতে যাচ্ছে দরদ সিনেমায়? তার কিছুটা আঁচ করতে পেরেছি আমরা।
দরদের চিত্রনাট্য অনুযায়ী, বারাণসী শহরে হঠাৎ করে একের পর এক খুন। প্রথম সারির ব্যক্তিত্বরা খুনির তালিকায়। বিশিষ্টরা পরপর খুন হতেই নড়ে বসে পুলিশ। শুরু হয় পুলিশের তদন্ত। আর এই তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম। দুলু মিয়া পেশায় অটোচালক। সেই কি ‘সিরিয়াল কিলিং’-এর নেপথ্যে? এটি অবশ্য বলার অপেক্ষা রাখে না যে কিং খান শাকিব খানের হাত কেন রক্তাক্ত্য? তাহলে কি প্রেমের সাথে দারুণ অ্যাকশনে ভরপুর দরদ সিনেমাটি? সেটি তো অবশ্যি, শাকিব খানের সিনেমা, তাতে অ্যাকশন থাকবে না সেটি কি করে হয়?
ভিন্ন ভিন্ন সূত্র বলছে দরদ সিনেমার গল্পে থাকছে ত্রিভুজ প্রেমের পরিণতি। একা শাকিব খান, সাথে তার দুই নায়িকা। তবে দরদের আসল গল্প কী সেটি এখনো অস্পষ্ট। কারণ সিনেমাটি মুক্তির আগে এ সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না।
প্রিয় পাঠক? ‘দরদ’ সিনেমাটি কবে মুক্তি দেওয়া যেতে পারে? সেটি কমেন্টে লিখে জানিয়ে দিন পরিচালককে। আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপনি কত বড় শাকিব ভক্ত। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরছি, দরদের নতুন কোন খবর নিয়ে!