•• প্রকাশকাল: কলকাতা আন্তর্জাতিক বইমেলা, ২০২৩
•• প্রকাশক: পৌষালী প্রকাশনী
•• উপন্যাস: পরিযায়ী
•• লেখক : তুষারকান্তি মণ্ডল
•• যোগাযোগ : পৌষালী প্রকাশনী
8910934151
লেখকের কথাঃ
কলকাতা অন্তর্জাতিক বইমেলায় কোন স্টলে আমার বই থাকবে স্বপ্নেও ভাবিনি। যেমন ভাবিনি লেখক না হয়েও আস্ত একটা উপন্যাস লিখে ফেলবো। নিজের পড়াশোনা আর গবেষণার কাজ করতে করতে বাস্তবের সমাজ-জীবনের বহু ঘটনা, ঘাত-প্রতিঘাত, সাংঘাত, জীবনের সমস্যা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলাম। সেই সব অভিজ্ঞতা একত্রিত করে লিখে ফেলতেই একটা বড়সড় উপন্যাস হয়ে গেল।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ঘটে চলা রাজ্য ও দেশের কিছু আর্থ-সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত ও ঘটনার সাপেক্ষে গ্রাম্য জীবনের উপর সেগুলোর প্রভাব, গ্রামীণ মানুষের জীবন-জীবিকা, তাদের জীবনসংগ্রাম তুলে ধরার চেষ্টা করেছি। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক গ্রাম্য কিশোর আবীর। আবীর এবং তার মতো গ্রামীণ কিশোর ও যুবকদের জীবন সংগ্রামের কাহিনী নিয়েই এই উপন্যাস। তাদের পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, কর্মজীবন, প্রেম, ভালোবাসা, আর সবার উপরে গ্রামীণ সমাজ-জীবনের নিগূঢ় অভিজ্ঞতা নিয়েই আমার এই প্রয়াস।
মোট ৪১৪ পাতার সম্পূর্ণ উপন্যাসটাই ২০১৮-১৯ সালে ফেসবুকে ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলাম। পাঠকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া মিলেছিল। সেই অনুপ্রেরণা সম্বল করে কিছু সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে পৌষালী প্রকাশনী থেকে আজই প্রকাশিত হতে চলেছে “পরিযায়ী”। বইপ্রেমী পাঠকদের অকুণ্ঠ ভালোবাসা পাবার আর পাঠ-প্রতিক্রিয়া জানার অপেক্ষায় থাকলাম।
মনে রাখবেন, কলকাতা আন্তর্জাতিক বইমেলার
স্টল নং ১৯২, ৪ নং গেটের কাছে পৌষালী প্রকাশনীর স্টল, উপন্যাস “পরিযায়ী”।