যেদিন থেকে কলম ধরেছি,বলিনি হাজার কষ্ট
দু:খগুলো চাপা পড়েছিলো কালি হয়েছিল নষ্ট,
বুঝিনি সেদিন,বুঝিনি মানুষ কেন অবিরত কাঁদে;
কেন অসহায় দীনদরিদ্র পড়ে যন্ত্রণা পাতা ফাঁদে।
কলম আজকে প্রথম প্রেম,কলম দিয়েছে ভাষা
কলম হয়েছে জীবনের গতি শত মানুষের আশা,
অক্ষরে অক্ষরে ফুটে উঠেছে সংগ্রামী পথচলা
না-বলা কথা জন্ম নিয়েছে,হয়নি তা এখনো বলা।
কালির আঁচড়ে প্রাণ পেয়েছে অবলা সব ছন্দ
বিপদ এসেছে,হুমকি এসেছে,হয়নি কলম বন্ধ,
কালি হয়েছে বন্ধুমহল,মসৃণ করেছে পথ-মাঝ…
প্রতিরোধের কলম চলেছে থেমে থাকেনি কাজ।
কলম সজীব,কালি তার বন্ধু,চিরদিন তা অমলিন
পৃথিবীর সব মহাসংগ্রামের ছবিতে রয়েছে লীন,
কলম চলুক চলুক কলম,জাগুক স্বপ্নপ্রতীতি মুখ
যত পাপীতাপী ধরাশায়ী হোক,কলম আনুক সুখ।
পশ্চিমবঙ্গ,ভারত ।