মুহাম্মদ ফারহান ইসলাম নীল
শুনেছি আপনার প্রিয় রঙ নীল ৷
হাত খরচের টাকা জমিয়ে একটি নীল রঙের শাড়ি এবং ডজন খানেক নীল রঙের চুড়ি কিনেছি ৷
ভেবেছিলাম আপনার জন্মদিনের উপহার হিসেবে পাঠিয়ে দিবো ৷
আমার প্রতি আপনার অবহেলার কারণে শাড়ি , চুড়ি বাক্সেই পড়ে আছে পাঠাতে পারিনি ৷
শুনেছি আজকাল আপনি খুবই কষ্টে আছেন ,মাঝে মাঝে মুখ লুকিয়ে কাঁন্না করেন ৷
আমার তো পাথুরে অন্তর আপনার মতো কাঁন্না করা হয়ে উঠে না ৷
তবে ভিতরে ভিতরে আমার কলিজাটা পুড়ে পুড়ে যায় ৷
আমি জানি আপনার চোখের নোনা জল ঝরার একমাত্র কারণ হলাম আমি ৷
জানি আপনার প্রতি আমার মায়া কাটানোর জন্য আপনি চুপ করে থাকেন ৷
আপনি হয়তো এটা জানেন না, আপনার অাত্মা পরিচালনা করে আমার ভিতরের মানুষটাকে ৷
আপনার চুপ থাকা আমার অন্তরে হাজার, কোটি গুণ ভালোবাসা বৃদ্ধি করে ৷
আপনার বাইশ অক্ষরের নামটি দেখেও আমি নির্ঘুম রাত কাটাতে পারি ৷
শুনেছি আপনি খুব সুন্দর করে মেহেদী দিতে পারেন ৷
আপনার ঐ শ্যামলা হাতে মেহেদী নেওয়ার খুব ইচ্ছা আমার ৷
আপনার কোকিল কন্ঠে কবিতা অাবৃত্তি শুনে হারাতে চাই অচিন দেশে ৷
আরো একটি পৃথিবী সৃষ্টি হোক পবিত্র ভালোবাসার ৷
জানেন আপনার নিরবতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে ?
আমি নিজেকে বারবার অপরাধী ভেবে যাচ্ছি ৷
আমার ভুলের শাস্তি কি রোজ এভাবেই পাবো ?
নাকি হঠাৎ একদিন লোকচক্ষুর আড়ালে নিজেকে শেষ করে চলে যাবো কবর দেশে ?