কবিতাকষ্টের কবিতাপ্রথম পাতাশরতের কবিতাসর্বশেষ

অতলের ডায়েরি

অনঞ্জন

হে নীল সমুদ্রের পাতাল ঘোর

বিষণ্ণ করো তোমাদের অন্ধকারে

মৃত বিবেকের ছায়াটাই সম্বল

কাঙাল শূন্য-বাতাসেই কড়া নাড়ে।

শব্দ যখন শব্দকে খোবলায়

দারুণ লজ্জা চেটে নেয় যত পাপ

বাহারি সুখের স্বপ্নের আহ্বান

তলিয়ে যাওয়ার সীমানাও মুছে যাক।

পাপ যেমন নরকে মিশে যায়

অমোঘ লীন হয় অসীমের নিঃশ্বাসে

দৃষ্টির স্রোতে দিগন্ত ছলকায়

সময় পার হয় পথিকের আশ্বাসে।

বিষণ্ণ চোখে আগুণ খেলা করে

আগুণের আছে নিজস্ব প্রতিশোধ

ঝড়ের দাপটে শিবকে দোষী করো

অতটাই তুমি অতটাই নির্বোধ।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]