কবিতাকষ্টের কবিতাপ্রথম পাতাবিরহের কবিতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

গরিব চাষি

সেকেন্দার আলি সেখ

 

আগুন জ্বলে ক্ষেত খামারে গরিব চাষির বুকে

পায়ে ফেলে মাথার ঘাম নেইকো কৃষক সুখে

আগুন জ্বলে গ্রাম ছাড়িয়ে রুক্ষ মাঠের শেষে

মহাজনেরা বিলিয়ে দাদন সুদ গুনে নেয় হেসে।

সারের দাম আকাশ-ছোঁয়া, মজুরের দাম চড়া

মশলাপাতি কিনতে চাষির চোখটা ছানাবড়া

চাষিরবাড়ি বাড়ছে বেকার, পায়না সে তাে কাজ

ঝড়ে-জলে বৃষ্টি-ভিজে শিক্ষিত পায় লাজ।

অভাব থেকেই ঝগড়া বাড়ে, বাড়ে লাঠালাঠি

সেই সুযােগে পার্টির নেতা বাড়ায় হাঁটাহাঁটি

গ্রামের ধনী বেশ সস্তায় চাষির বাস্তুজমি কিনে

সেই চাষিকে দেয় জড়িয়ে অনেক টাকা ঋণে।

চাষির ঘরে জ্বালিয়ে আগুন মহাজন খুব হাসে

জিরেত জমি খুইয়ে কৃষক পারেনা যেতে চাষে

গরিব চাষির ভাত জোটেনা, পায়না পাড়ায় কাজ

গ্রাম ছাড়িয়ে ভিক্ষা করে পায়না চাষি লাজ।

এই চাষিদের কষ্ট ব্যথা বুঝলাে না তাে কেউ

ভুখা পেটে ভাত জোটেনা, পেটেতে ডাকে ফেউ

জাগেনা চাষি, জাগেনা দেশকে দেবে ঘামের দাম

চাষির জন্য পিছােয় ভারত, পিছিয়ে দেশের

 

২৪ পরগণা, কলকাতা ,ভারত । 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]