ফখরুল ইসলাম সাগর
কষ্টটা সবারি থাকে মনে,
প্রকাশ পায়না তা __
কখনো আচরনে।
নিজের কষ্ট নিজে পুষি মনে,
বুঝেনা তা কখনো ___
অন্য কোনো জনে।
দিনের বেলায় করতে হয়
নানান রকম ভঙ্গি,
রাত্রি কালে কষ্টটা হয়
একমাত্র সঙ্গি।
দিনের বেলায় সবাই দেখে __
মোদের হাঁসি মুখ,
রাত্রিকালে চোখের কোণে
অশ্রু জমে খুব।
আপন মানুষ কষ্ট
দিলে সয়না তা বুকে
কেমন করে আমরা যে
আর থাকি মহাসুখে।
কষ্টে কষ্টে জীবনটা —
আজ ক্ষত-বিক্ষত
চাপা কষ্ট বুকে ধরে
কাটছে দিন অভিরত,
করো কষ্ট কেউ বুঝেনা
যে যার কাজে অবনত।
কষ্টের ভাবনায়
নির্ঘুম কেটে যায় রাত্রি।
রাত্রি শেষে আমরা সবাই
হয়ে যাই এক এক জন
অভিনেতা-অভিনেত্রী!
লক্ষীপুর সদর,লক্ষীপুর