আশিক মাহমুদ রিয়াদ
শরতের সফেদ মেঘের আকাশে বাংলাদেশর পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের তৃতীয় সর্বচ্চো উপত্যকা কাঞ্চনজঙ্ঘার। হিমালয় কন্যা নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট এবং কে-২ এর পরে কাঞ্চনজঙ্ঘা তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। ১৮৫২ সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে ধরা হতো বিশ্বের সর্বচ্চো শৃঙ্গ হিসেবে।
কাঞ্চনজঙ্ঘাকে সাধারণত তৎসম শব্দ কাঞ্চন এবং জঙ্ঘা নামে শোনালেও। নেপালের স্থানীয় ভাষায় একে কান চেং জেংগা নামে অভিহিত করা হয়।১৮৫২ সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে ধরা হতো বিশ্বের সর্বচ্চো শৃঙ্গ হিসেবে।তবে এরপরে সফেদ শাদা বরফে মোড়া পৃথিবীর সর্বচ্চো শৃঙ্গ হিসেবে এভারেস্টকেই শনাক্ত করা হয়।বাঙালি গণিতবিদ রাধানাথ শিকদার সর্বপ্রথম এভারেস্টকে পৃথিবীর সর্বচ্চো শৃঙ্গ হিসেবে আবিস্কার করেন। তৎকালিন বৃটিশ ইন্ডিয়ার সার্ভেয়ার জর্জ এভারেস্টের নাম অনুসারে,পৃথিবীর সর্বচ্চো শৃঙ্গের নামকরন করা হয় মাউন্ট এভারেস্ট।
মাউন্ট এভারেস্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব ১২৫ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে কাঞ্চনজঙ্ঘার
উচ্চতা- ৮,৫৮৬ মিটার।কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত।
নামকরণ-
তেংজিং নোরগে – “দ্যা ম্যান অফ এভারেস্ট” বইতে উল্লেখ করেছেন তুষারের পাঁচ ধনদৌলত। এদের উচ্চতা ৮,৪৫০ মিটারের উপরে। এ ধনদৌলত ঈশ্বরের পাঁচ ভান্ডারের প্রতিনিধিত্ব করে। স্বর্ণ, রূপা, রত্ন, শস্য এবং পবিত্র পুস্তক ।
২৫ মে ১৯৫৫ জো ব্রাউন এবং জর্জ ব্যান্ড প্রথমবারের মাতো কাঞ্চনজঙ্ঘা আহোরণ করেন।পরবর্তী ১৯৮৬ সালে জের্জি কুকুচজকা এবং ক্ৰিজটোভ উয়িলিকি শীতকালীন আহোরণ করেন।
সকালবেলা সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘা। ত্রিভূজ আকৃতির ছায়া মুগ্ধ করে পর্বতারোহীদেরকে। সেই সাথে বেলা বাড়ার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য ফেটে পড়ে।সামর্থ্যবানরা এ মৌসুমে ছোটেন ভারতের দার্জিলিং – এ বলা হয়ে থাকে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার আদর্শ জায়গা ভারতের দার্জলিং এর টাইগার হিল।
তবে আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশের পঞ্চগড়ের তেতুলিয়া থেকে চোখ বাড়ালেই দেখা যায়
কাঞ্চনজঙ্ঘার মোহনীয় এ দৃশ্য। সাধারণত শরৎকালের পরিস্কার আকাশে ভারত এবং নেপালের সীমান্তবর্তী দেশগুলো থেকে দেখা মিলে পৃথিবীর এই অপার সৃষ্টির। সূর্যের আলো বাড়ার সাথে সাথে কখনো শ্বেতশুভ্র কখনো গোলাপি আবার কখনো লাল রঙ নিয়ে মানুষের হৃদয় হরণ করে এ চূড়া।
বাংলাদেশ থেকে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু করে নভেম্বরের মাঝামাঝি সময়ে দেখা পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। এবার আকাশ পরিস্কার থাকায়সেপ্টেম্বরেই দেখা যাচ্ছে এই অপূর্ব ঐশ্বরিক সৌন্দর্য।
কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে আরও জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন
https://www.youtube.com/watch?v=GmYx_KeC4LI