।গোলাম কবির
কত দিন তোমার চিঠি আসে না
আর রঙিন খামে যত্নে লেখা
গোটা গোটা সোনার হরফে।
লিখো না আর
প্রিয়তমেসু কেমন আছো?
কেমন আছো?
আমার মন ভালো নেই,
কতদিন আকাশটা আর দেখা হয় না
কিংবা লিখো না আর আগের মতো
গভীর গোপন হৃদয়ের কথা গুলো
যা পড়ে কখনো আমার মন তক্ষুনি
ডানা মেলতো কবুতরের পাখনায়
ভর করে, কখনো বা রক্তে কাঁপন ধরাতো ভালবাসায় ভরে গেলে মন।
কখনো বা সেই সব চিঠির
ভিতরে থাকতো কয়েকটি তাজা গোলাপের পাপড়ি বিছানো কখনো বা গন্ধরাজ আবার কখনো তোমার ওষ্ঠের লিপস্টিক দিয়ে আঁকা ছবি! এখন যে কি কাঠখোট্টা দিন এলো!!
ফেসবুক, ম্যাসেন্জার, ইমো, ভাইবার
আরো কত কি? চলে গেলো সেইসব
আবেগ ভরা দিন গুলো,
সব এখন এমবি আর ওয়াইফাই
এ আঁটকে হাঁসফাঁস করছে।
হাঁসফাঁস করছে।
ভালবাসা এখন সত্যিই হয়ে গেছে
ভীষণ রকমের কাঠখোট্টা ধরণের,
প্রাণহীন, আবেগহীন রোবট যেন।