কয়েক দিন যাবৎ ঘুম নেই, পেটভর্তি ক্ষুধা,
এই অতিষ্ট যন্ত্রণায়, শিরের শিরোমণি কোষ, আত্মঘাতী কোলাহল।
প্রয়োজনের আয়োজনে, ইচ্ছে ঢের সাধনা —
বাঁচতে চাই, মায়ের চোখপোস্টে জলমগ্ন কামনা
আজীবন।
শরীরের তাপমাত্রা ক্রমশ বেড়ে চলছে —
ধীরগতিতে, যেন গরম বালিতে খই ফুটা আগুন।
বুকের ভিতরে প্রচন্ড ব্যথা দরদর শব্দ,
মনে হয় বুড়িগঙ্গার কালো জলে ডুবন্ত ছটফট।
হে প্রভূ ?
তুমি কী পারোনা মাত্র ছয়টি মাসের জন্য মৃত্যুটাকে মৃত্যু দিতে!
তুমি কী পারোনা মাত্র ছয়টা মাস মৃত্যুটাকে
আটকাতে … অথবা অন্ধ বানাতে!
তুমি কী পারোনা শত মায়ের শত-ব্যথা মুছতে,
শুধু মায়ের জন্য …!