কালো গোলাপ 

কালো গোলাপ 

|মুহাম্মদ ফারহান ইসলাম নীল

 

বন্ধুদের সাথে অাড্ডা দিয়ে বাসায় ফিরেছি ঠিক বারোটার সময় ৷ যদিও ফেরার ইচ্ছা ছিলনা ক্ষুধার জ্বালা সইতে না পেরে ফিরতে হয়েছে ৷ চাইলে বাইরের খাবার খেতে পারতাম ৷ কিন্তু বাইরের খাবার আমার একদম পেটে হজম হয়না ৷ বাসায় ফিরেই মাকে বললাম খুব ক্ষুধা লাগছে খেতে দাও ৷ 

আমার মমতাময়ী মা একটু মেজাজ দেখিয়ে বললো , যে ছেলে এক টাকা আয় করতে পারেনা আমি সেই ছেলেকে ভাত দিতে পারবো না ৷ 

মায়ের কথা শুনে আমি বুকের মাঝ বরাবর আঘাত পেলাম ৷ 

মা এটা কি বলছে ? আমার বাবার এতো টাকা ,পয়সা থাকতে আমি কষ্ট করে টাকা আয় করতে যাবো কোন দুঃখে ? 

আমার মতো মাকেও ক্ষুধা লেগেছে নাকি ? তাই    এমন কর্কশ কথা বলছে ?

 

আমি আবার বললাম , কি হলো মা ভাত দিবে না ?

 

আমি কি বলেছি তোর কানে যায়নি ? যেদিন টাকা আয় করতে পারবি সেদিন ভাত খেতে আসবি ৷

 

বাবার এতো টাকা থাকতে আমি টাকা ইনকাম করবো কেন ?

আমাদের যতো সম্পদ আছে আজীবন আমরা তিনজন বসে খেলে তো ফুরাবেনা ৷ আর তুমি বলছো ইনকাম করতে ?

 

হুম বলছি ৷ আজীবন বাবার ঘাড়ে বসে বসে খাবি নাকি ? নিজে তো কিছু একটা কর ৷

 

হুম এবার ঠিক অাছে ৷ 

 

কি ঠিক আছে ?

 

এই যে বললে নিজে কিছু করতে ৷ বাবাকে বলবে পাঁচ লক্ষ টাকা দিতে ৷ আমি বিজনেস শুরু করবো ৷ 

 

তোর বাবা বলেছে এক টাকাও দিবে না ৷ নিজে চাকুরী করে টাকা ইনকাম করবি তারপর সেই টাকা দিয়ে বিজনেস করবি নাকি পুকুরের পানিতে ঢালবি তোর ব্যাপার ৷ আমরা তোকে প্রতিষ্ঠিত দেখতে চাই ৷

 

মা আমার ক্ষুধা লাগছে ৷ তুমি ভাত না দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলছো ? যদিও না খেয়ে মরেই যাই তাহলে প্রতিষ্ঠিত হবো কিভাবে ?

 

একবেলা না খেয়ে থাকলে কেউ মরে না ৷ 

কমলাপুর স্টেশনে গিয়ে দেখিস ছোট্ট ছোট্ট শিশুরা   একবেলা খেয়েই বেঁচে আছে ৷ তোর মতো ওরা তিনবেলা পোলাও , বিরিয়ানী খায় না ৷ ওরা কি মানুষ না ? ওরা কি বেঁচে নেই ?

 

মায়ের কথা বার্তা অন্যদিকে মোড় নিচ্ছে ৷ ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না ৷ মা তো এর আগে কখনো এমন কথা বলেনি ৷ আজ হঠাৎ বস্তির ছেলেদের না খেয়ে থাকার কথা বলছে কেন ? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে ৷

 

মা সত্যি করে বলো তো তোমার কি হয়েছে ? হঠাৎ  কমলাপুর স্টেশনের ছোট্ট পিচ্ছিদের কথা বললে যে ?

 

মায়ের চোখে অশ্রু চলে এলো ৷ মায়ের চোখে পানি দেখে আমিও কেঁদে ফেললাম ৷ 

মা অার আমি কাঁদছি ৷ মা কেন কাঁদছে জানিনা ৷ আমি কাঁদছি মায়ের চোখের জল দেখে ৷ 

মা শাড়ির আঁচলে চোখ মুছে বললো , একটু আগে টিভিতে দেখলাম কমলাপুর স্টেশনে পড়ে থাকা ছোট্ট বাচ্চা গুলো ক্ষুধার জ্বালায় বাসি , পঁচা খাবার খুলো ডাস্টবিন থেকে নিয়ে খাচ্ছে ৷ 

আচ্ছা রনি বলতে পারিস ওদের কি অপরাধ ছিল ? ওরা কেন এভাবে স্টেশনে পড়ে থাকে ? কেন পঁচা খাবার খায় ? ওদের কি ভালো খাবার খেতে ইচ্ছা করে না ?

 

আমি কি বলে সান্তনা দিবো বুঝতে পারলাম না ৷ শুধু এতোটুকুই বললাম , মা ওদের অধিকার বঞ্চিত দূর্বল মানুষ ৷ আমরা কেড়ে নিয়েছি ওদের ভাগের খাবার তাই ওরা না খেয়ে দিন কাটায় ৷

এখন চলো তোমার ছেলেকে বাঁচাও ৷ নইলে ক্ষুধার জ্বালা সইতে না পেরে মরে যাবো ৷

 

মা বললো ফ্রেশ হয়ে আয় ৷ আমি ভাত দিচ্ছি ৷

 

আমি দৌড়ে ওয়াশরুমে গেলাম ৷ দুই মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চলে এলাম মায়ের কাছে ৷

 

রুই মাছের মাথা দিয়ে মা প্লেট ভর্তি করে রেখেছে ৷

 

মা এতো বড় মাথা কিভাবে খাবো ? তুমি অর্ধেক নাও ৷

 

তোকে দিয়েছি তুই খা ৷ 

আর কিছু একটা করার চিন্তা ভাবনা কর ৷

জানিস আমাদের পাশের ফ্ল্যাটের নাদিয়া মেয়েটা বাসায় থেকেই মাসে অনেক টাকা ইনকাম করে ৷ নিজের সংসার চালায় এবং ওর ছোট দুই ভাইকে লেখাপড়া করায় ৷

 

পাশের ফ্ল্যাটের নাদিয়া মানে ? 

 

ও তুই চিনবি না ৷ 

 

আমাদের পাশের ফ্ল্যাটে থাকে আমি চিনি না তাহলে তুমি চিনলে কিভাবে ? 

 

মাঝে মাঝে আমাদের বাসায় অাসে ৷ আমার সাথে গল্প করে ৷ 

 

বাহ ভালোই তো ৷ 

 

হুম , মেয়েটা খুবই লক্ষী ৷ ওর বাবা মারা যাওয়ার পর থেকে নাদিয়া নিজে ইনকাম করে সংসার চালায় ৷ 

 

ওর বাবা মারা গেছে এটাও জানো ?

 

বললাম না মাঝে মাঝে আমাদের বাসায় এসে আমার সাথে গল্প করে ৷ 

 

আমি তখন কোথায় থাকি ?

 

তোর কি বাসায় মন থাকে নাকি ? তুই তো বাজপাখির মতো উড়তে থাকিস তোর বদমাইশ বন্ধুদের সাথে ৷

 

খবরদার মা , আমার বন্ধুদের গালি দিবে না ৷ আমার বন্ধুরা অাছে বলেই তোমার ছেলে আজও বেকার ৷ বাবার হোটেলে খাচ্ছে আর ওদের সাথে আড্ডা দিচ্ছে ৷

 

ঐ বদমাইশ গুলো তো তোকে খারাপ বানাইছে ৷

কাল সকালে বাসায় থাকিস নাদিয়াকে ডেকে আনবো ৷ ওর পা ধোয়া পানি খাওয়াবো দেখবি তোর বেকারত্ব ঘুচবে ৷

 

ছি !  মা ছি ! তুমি এসব কি বলছো ? আমি কিছু করিনা বলেই তুমি এমন কথা বলবে ?

একটা অপরিচিত মেয়ের পা ধোয়া পানি খাওয়াবে ?

তুমি এটা বলতে পারতে তোমার পা ধোয়া পানি ৷ আমি মেনে নিতাম কিন্তু একটা অচেনা মেয়ের পা ধোয়া পানি ? ছি ! ছি ! ছি !

 

তুই জানিস নাদিয়া কতটা সুন্দরী এবং লক্ষী মেয়ে ? 

 

আমার জানা লাগবেনা ৷ অার জানার আগ্রহ নেই ৷

 

তোর চেয়ে নাদিয়াই ভালো ৷ ইশ্ নাদিয়ার মতো আমার একটা মেয়ে থাকলে ভালোই হতো ৷

 

যাও তাহলে নাদিয়াকে মেয়ে বানিয়ে নাও ৷

 

পারলে তো নিতাম ৷

 

আমার অার সহ্য হচ্ছে না ৷ মায়ের মুখে একটি অচেনা মেয়ের নাম বারবার শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল ৷ আমি ভাত খাওয় বাদ দিয়ে চলে গেলাম ৷ 

 

কে এই নাদিয়া ? বাসায় থেকে কিভাবে টাকা ইনকাম করে ? নিশ্চয়ই অনলাইনের কাজ করে ৷ নয়তো অনলাইনে মার্কেটিংয়ের কাজ করে ৷ 

অাজকাল অনেকেই এভাবে টাকা ইনকাম করছে ৷ 

কিন্তু আমার যে চাকুরী করতে ভালো লাগে না ৷ পুরুষ হয়ে অন্য পুরুষের কথা মতো কাজ করাকে আমার কাছে গোলামী করা মনে হয় ৷ আমার খুব ইচ্ছা বিজনেস করবো ৷ আমার বাবার তো টাকার অভাব নেই ৷ বাবার কাছে থেকে টাকা নিয়ে বিজনেস করবো ৷ 

 

মনের ভিতর শুধু নাদিয়া নামটি ঘুরপাক খাচ্ছে ৷ আমাদের পাশের বাসায় থাকে অথচ অামি চিনি না এটা কেমন কথা ?

যাই হোক মা যেহুত বলেছে অাগামীকাল নাদিয়াকে ডেকে অানবে ৷ তখন দেখবো কে সেই নাদিয়া ? যার নাম মুখে নিতে নিতে মা ক্লান্ত হয়ে গেছে ৷

 

আমি বিছানায় শুয়েই ছিলাম ৷ মা আমার রুমে গিয়ে আমাকে ডেকে তুললো ৷ 

 

তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় নাস্তা করবি ৷

 

আমি বুঝতে পারলাম না মা এতো সকালে কেন আমাকে নাস্তা খাওয়ার জন্য ডাকছে ?

এর আগে তো এভাবে ঘুম থেকে ডেকে তুলে বলেনি নাস্তা খেতে আয় ৷

আমি দেরিতে ঘুম থেকে ওঠেছি এবং নিজেই নাস্তা খেতে গেছি ৷ আজ কি সূর্য উত্তর দিকে উঠলো নাকি ?

 

আমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে হতভম্ব হই ৷

ওমা একি কান্ড আসমানে চাঁদ কেন আমাদের বাসায় ৷ পৃথিবী উল্টে গেল নাকি ?

 

মা আমার দিকে তাকিয়ে বললো , রনি তোকে নাদিয়ার কথা বলছিলাম না ৷ ওর নাম নাদিয়া ৷ 

 

আমি মায়ের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝানোর চেষ্টা করলাম ৷ চেয়ারে বসে নাদিয়ার দিকে তাকিয়ে অাছি ৷ নাদিয়া নাস্তা খাচ্ছে মা ও নাস্তা খাচ্ছে ৷ আর আমি নাদিয়ার চাঁদ মুখের দিকে তাকিয়ে অাছি ৷ এর জন্যই তো বলি মা বারবার নাদিয়ার কথা বলে কেন ? 

আর কেনই বা নিজের ছেলের প্রশংসা না করে চাঁদ মুখওয়ালী নাদিয়ার কথা বলে ৷ 

অাসলেই নাদিয়ার রুপের প্রশংসা করা উচিৎ ৷ প্রশংসা করার মতোই নাদিয়ার রুপ ৷ হয়তো সৃষ্টিকর্তা নাদিয়াকে হুরপরীদের মতো করে সৃষ্টি করেছেন ৷

 

কি রে নাস্তা খাচ্ছিস না কেন ?

 

আমার ক্ষুধা নেই মা ৷ তুমি খাও ৷

 

মা হয়তো বুঝে ফেলেছে বিষয়টা ৷ তাই আমাকে ধমক দিয়ে বললো , নাস্তা খাবি না তো এখন থেকে যা ৷ নাদিয়াকে নাস্তা খেতে দে ৷ 

 

আমি থাকলে সমস্যা কি ? আমি কি তোমাদের ভাগের নাস্তা খেতে চাচ্ছি নাকি ?

 

নাস্তা খেলে খা নইলে রুমে গিয়ে ঘুমিয়ে থাক ৷

 

এখন আর ঘুম ধরবে না ৷ 

একটু বসে থাকি না ৷

 

মা অামাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে উঠিয়ে দিলো ৷ 

মায়ের কান্ড দেখে আমি অবাক হলাম এবং নাদিয়া  বললো , অান্টি রনি ভাইয়া থাকুক না কিছুক্ষন  ৷

 

ওমা নাদিয়া কথাও বলতে পারে ৷ একটা মেয়ে সবদিক থেকে এতো পারফেক্ট হয় কিভাবে ? নাদিয়া দেখতে যেমন সুন্দরী তেমনি ওর কন্ঠস্বরও মিষ্টি ৷ 

 

আমার আর থাকা হলো না ৷ আমি রুমে চলে গেলাম ৷ রুমের দরজা বন্ধ করে বালিশ দিয়ে মুখ ঢেকে ঘুমানোর চেষ্টা করলাম ৷ খুব সকালে ঘুম ভাঙ্গলে পরে অার ঘুম অাসে না ৷ আমারও চোখে ঘুম না এসে অন্যকিছু এলো ৷ আমি সেই অন্যকিছুর মাঝে হারিয়ে গেলাম ৷

 

অাজকাল মায়ের মুখে নাদিয়ার নাম শুনতে শুনতে কানের পর্দা ফেটে যাওয়ার যোগাড় হলো ৷ সব কিছুতেই মা নাদিয়ার উদাহরণ দিতো ৷ নাদিয়া এটা পারে ,ওটা পারে ৷ নাদিয়ার টাকায় সংসার চলে ৷ নাদিয়া ওর মাকে শাড়ি কিনে দেয় , এটা কিনে দেয় , ওটা কিনে দেয় , ঘোড়ার ডিমও কিনে দেয় ৷

 

মায়ের কথা শুনে মাঝে মাঝে মনে হয় মা অামাকে রাস্তা থেকে তুলে এনেছে ৷ আর নাদিয়াকে পেটে ধরেছিল ৷

 

অামার মাথায় কিছুতেই ঢুকতেছিল না ৷ নাদিয়া কোনো চাকুরী না করেই কিভাবে সংসার চালায় ? নাদিয়ার সম্পর্কে আমাকে জানতে হবে ৷ আমি নাদিয়ার সম্পর্কে জানার জন্য গোপনে গোয়েন্দাগিরি শুরু করলাম ৷

 

দীর্ঘ তিনমাস গোয়েন্দাগিরি করার পর আমি জানতে পারলাম নাদিয়া কল গার্ল ৷ দিনরাত ছেলেদের সাথে ফোনে মিষ্টি মিষ্টি কথা বলে এবং টাকা নেয় ৷ আর সেই টাকাতে ওদের সংসার চলে ৷ 

এই বিষয়টি জানার পর অামার মাথা ঘুরতেছিল ৷ নাদিয়ার মতো একটা সুন্দরী মেয়ে এমন কাজ করতে পারে ? অার কেনই বা এমন কাজ করে ? চাইলেই তো ভালো একটা জব করতে পারে ৷ নাদিয়া তাহলে জব না করে কল গার্ল হলো কেন ? 

 

ভাবলাম নাদিয়ার বাসায় বসে থেকে ইনকামের কথাটি মাকে বলে দিবো ৷ 

পরে ভাবলাম মা তো নাদিয়া সুন্দর মুখটা দেখে এতো প্রশংসা করেছে কিন্তু নাদিয়ার ভিতরের মনটা দেখেনি ৷ মা যদি নাদিয়া গোপন তথ্য জানতে পারে তাহলে মায়ের মন খারাপ হবে ৷ সেদিনের মতো কাঁন্না করবে ৷ তারচেয়ে বরং না বলাই ভালো ৷

 

এখন আমাকে জানতে হবে কেন নাদিয়া এই কল গার্ল হওয়ার পথ বেঁচে নিলো ?

 

মা তোর বোনের মেয়ে নাদিয়া কেমন অাছে ?

 

আমার বোনের মেয়ে মানে ?

 

হুম তোমার বোনেরই তো মেয়ে তাই না ?

 

তোকে কে বলেছে নাদিয়া অামার বোনের মেয়ে ?

 

মা সব কথা কি বলতে হয় নাকি ? কিছু কথা বুঝে নিতে হয় ৷

 

দেখ ফাজলামি করবি না ৷ মেয়েটা দেখতে শুনতে ভালো বলেই আমাদের বাসায় অাসে ৷ ও অাসে বলেই আমার অবসর সময়টা ভালো কাটে ৷ 

 

সেজন্যই তো বলছি নাদিয়ার মাকে তোমার বোন বানিয়ে নাও ৷ 

 

নিবো তো ৷ তাতে তোর কি ?

 

আমার কিচ্ছু না ৷ এখন কথা হলো তোমার বোনের মেয়ে কালকে আমাদের বাসায় অাসতে বলবে ৷ 

 

কেন ? 

 

তুমি না বলো নাদিয়া বাসায় থেকে টাকা ইনকাম করে ৷ ভাবছি এখন থেকে আমিও বাসা থেকে টাকা ইনকাম করবো ৷

 

হুম করবি , তো নাদিয়ার কি দরকার ? 

 

নাদিয়ার কাছে পরামর্শ নিবো এবং ওর পা ধোয়া পানি খাবো ৷

 

পা ধোয়া পানি খাবো শুনে মা খুব খুশি হয়েছে ৷ মনে হচ্ছে আজকে ঈদের দিন ৷

 

অাচ্ছা আগামীকাল আসতে বলবো ৷ 

 

নাদিয়া এবার তোমার সুন্দরী মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ডাইনীর রুপটা বের করে মাকে দেখাবো ৷

আর তুমি এতোটা সুন্দরী হওয়ার পরও কেন এমন কাজ করো ?

 

দেয়াল ঘড়িতে দশটা বেজে অাট মিনিট ৷ অামি আর মা ডাইনিং রুমে বসে নাদিয়ার জন্য অপেক্ষা করতেছি ৷

 

মা তুমি নাদিয়াকে অাসতে বলোনি ?

 

হুম বলেছি তো ৷

 

তাহলে এখনো অাসতেছে না কেন ?

 

সময় হলেই অাসবে ৷ তুই এতো অধৈর্য হচ্ছিস কেন ?

 

অামি অার কথা বাড়ালাম না ৷ ঠিক দশটা বেজে পনেরো মিনিটে নাদিয়া এসে হাজির হলো ৷

 

স্যরি অান্টি একটু লেট হয়ে গেল ৷

 

মা মুচকি হেসে বললো অাচ্ছা ঠিক অাছে ৷ 

 

নাস্তা খেতে খেতে মা বললো , নাদিয়া তুমি বলেছিলে না মোবাইলে কাজ করে তুমি অনেক টাকা পাও ৷ তো রনিও ঐ রকম মোবাইলে কাজ করে টাকা ইনকাম করতে চাচ্ছে ৷ তুমি যদি রনিকে একটু শিখিয়ে দিতে ৷

 

মায়ের কথা শুনে নাদিয়ার নাস্তা খাওয়া বন্ধ হলো ৷ ফর্সা মুখটাতে কালো মেঘের আগমন ঘটলো ৷ 

 

আমার বুঝতে বাকী রইলো না ৷ নাদিয়ার ভিতরে কি ঝড় শুরু হয়েছে ৷ কারণ মানুষ খাবার মুখে দিয়ে মিথ্যা কথা বলতে পারে না ৷ নাদিয়া ও মিথ্যা কথা বলতে পারেনি ৷ শুধু বললো , আচ্ছা অান্টি আমি রনি ভাইয়াকে শিখিয়ে দিবো ৷

 

নাদিয়ার কথা শুনে অামি একটু মুচকি হাসি দিলাম ৷ 

 

কি রে হাসছিস কেন ?

 

এমনি ৷ 

 

নাস্তা খাওয়া শেষ করে মা নাদিয়াকে বললো , এবার বলো নাদিয়া মোবাইলে কি কাজ করে টাকা ইনকাম করো ?

 

নাদিয়া ফর্সা মুখটাতে অন্ধকার নেমে এসেছে ৷ নাদিয়া কি বলবে হয়তো ভেবে পাচ্ছে না ৷ নাদিয়া নিজেকে সামলে নিয়ে বললো , অান্টি আমি যদি শুধু  রনি ভাইয়াকে মোবাইলের  জবটা সম্পর্কে বলি তাহলে সমস্যা হবে ?

 

না সমস্যা নেই ৷ যেহুত কাজটা রনি করবে তাই রনিকে বলো ৷

 

রনি ভাইয়া চলুন ছাদে গিয়ে গল্প করি এবং আমার জব সম্পর্কে অালাপ করি ৷

 

দুজনে ছাদে গেলাম ৷ পাশাপাশি দাঁড়িয়ে অাছি ৷ নাদিয়া চুপ করে অাছে ৷ আমিও চুপ করে অাছি ৷ 

 

অামার মনে হচ্ছে নাদিয়া সত্যিটা লুকিয়ে মিথ্যা কাহিনী বানাচ্ছে ৷ তাই চুপ করে আছে ৷ মিথ্যা কাহিনী বানানো হলে অামাকে বলবে ৷

 

কি হলো চুপ করে আছো যে তোমার মোবাইলের জব সম্পর্কে বলো ৷

 

ভাইয়া সত্যিটা বলবো নাকি মিথ্যাটা ?

 

যা সত্যি সেটাই বলবে ৷ আমার মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথা শোনা কোনোটাই ভালো লাগে না ৷ অতএব তুমি সত্যিটাই বলবে ৷ 

 

এবার নাদিয়া মুখ খুললো ৷ শুরু থেকে শেষ অব্দি সব ঘটনা হরহর করে বলে দিলো ৷ 

 অাসলে নাদিয়ার কল গার্ল হওয়ার পেছনের গল্পটি অজানাই থাক ৷ নাদিয়া শখ করে কল গার্ল হয়নি ৷ কল গার্ল হওয়ার কারণ হলো নাদিয়ার মুখোশধারী প্রেমিক রোহান ৷ 

ভালোবাসার নাম করে নাদিয়ার সবটুকু কেড়ে নিয়েছে ৷ ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে হরণ করেছে ফুলের মধু ৷ 

সবকিছু শেষ হওয়ার পর নাদিয়া শথপ করে ভালোবাসার ছলনা করে যে পুরুষ তার সবকিছু কেড়ে নিয়েছে সেও পুরুষের সাথে ভালোবাসার অভিনয় করে সবকিছু কেড়ে নিবে ৷  অামি আগে সাদা গোলাপ ছিলাম ৷ কিন্তু এখন কালো গোলাপ হয়ে গেছি ৷ আমি  মিষ্টি কথার যাদুতে মানুষকে প্রেমের ফাঁদে ফেলি ৷ কালো গোলাপ কখনো মানুষের মনে পবিত্র ভালোবাসার জন্ম দিতে পারেনা ৷ ঠিক আমিও পারিনা ৷ 

 

অামি নাদিয়ার কাছে জানতে চাই তুমি চাইলে ভালো জব করতে পারো ৷ করো না কেন ?

 

নাদিয়া বলে , একটি ভালো কোম্পানীতে জব নিয়েছিলাম ৷ কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারিনি ৷ সেখানেই আমার সাথে ©©©  আমি নাদিয়ার মুখে হাত দেই ৷ আমি বুঝে নেই নাদিয়ার সাথে কি হয়েছে ৷ 

 

চাইলে তুমি বিয়ে করে নিজের জীবনটাকে সাজাতে পারো ৷

 

স্বামীকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই ৷ তাই বিয়ে করিনি ৷ আর বিয়ে করলে আমার বৃদ্ধ মা এবং ভাইদের কে দেখবে ৷ 

আমি চাইনা আমার মতো অপবিত্র মানুষের জীবনে ভালো কেউ আসুক ৷ 

আমি বাকী জীবনটা এভাবেই কাটাতে চাই ৷ এবং ঐ সব মুখোশধারী মানুষ গুলোকে লুটে খেতে চাই ৷ 

 

আমি কি বলে নাদিয়াকে সান্তনা দিবো আমার জানা নেই ৷ আমিও তো পুরুষ আমার মতো পুরুষই তো নাদিয়ার জীবনটাকে নরক বানিয়েছে ৷ নাদিয়া তো ইচ্ছা করে এই পাপের পথে আসেনি ৷ 

নাদিয়ার মায়াবী মুখটা দেখে খুব মায়া হচ্ছিল ৷ আবার খুব কষ্ট হচ্ছিলো ওর পুরোনো ইতিহাস শুনে ৷

 

আমার খুব ইচ্ছা হচ্ছিল নাদিয়াকে বলে ফেলি , তুমি কি আমাকে বিয়ে করবে ? 

 

কিন্ত আমার মনটা না বলে উঠলো ৷ কারণ নাদিয়ার চোখে পুরুষ মানেই মুখোশের আড়ালে হায়েনা ৷ নাদিয়া জেনে গেছে পুরুষ মানুষের অন্তরে পশুর বসবাস ৷ 

 

অান্টিকে এসব কথা বলবেন না প্লিজ ৷ অান্টি জানলে হয়তো মন খারাপ করবে ৷ অামাকে যতোটা ভালোবাসতো ঠিক ততোটাই ঘৃণা করবে ৷

ভাবছি আগামী মাসে এই বাসা ছেড়ে দিবো ৷ চলে যাবো দুরে কোথাও ৷ ভালো থাকবেন ভাইয়া ৷

 

আমি নাদিয়াকে কিচ্ছু বললাম না ৷ শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাতে চাইলাম ৷ নাদিয়া অামার পাশ দিয়ে চলে গেল ৷

 

আকাশটা এতো কালো কেন ? সাদা মেঘ গুলো কি তাহলে অপবিত্র প্রেমের স্পর্শে কালো হয়েছে ? নাকি পাপের খেলায় মেতেছিল ৷ 

এই শহরে মানুষ হয়ে বেঁচে থাকা বড়ই কঠিন ৷ সেটা নাদিয়া অামাকে শিক্ষা দিয়ে গেল ৷ 

আমি মানুষ হতে চাই মানুষ ৷

 

  

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মাহে রমজান 

মাহে রমজান 

গোলাম কবির  আসছে মাহে রমজান, আমরা বলি – আহলান সাহলান! কিন্তু তারপর? দ্রব্যমূল্যের পারদ আসমান ছুঁয়ে যায়! তেল, পেঁয়াজ, চিনি, মাছমাংস, এমনকি সামান্য বেগুনের দামের ...
ছোটগল্প: উপলব্ধি

ছোটগল্প: উপলব্ধি

মানজুলুল হক আধুনিকতার ছোঁয়া লেগেছে শহর পেরিয়ে গ্রামে। মানুষগুলোর ক্ষেত্রেও এর ব্যাতিক্রম নয়। এ যেন এক প্রতিযোগিতা চলছে। মফস্বল শহরের মেয়ে নীনা। নীনা দেখতে মাশাল্লাহ ...
বাগানবাড়ি রহস্য  | শাহরিয়ার আবিদ 

বাগানবাড়ি রহস্য | শাহরিয়ার আবিদ 

|শাহরিয়ার আবিদ    জিসানের ছোট থেকেই বড় হওয়া পর্যন্ত পুরোটা সময় কাটে তার চট্টগ্রাম  শহরে।  গ্রামে যাওয়া হয়। তবে খুব কম ৷ জিসানের এ যান্ত্রিক ...
কবিতা - কবি

কবিতা – কবি

ইউসুফ মোল্লা   আমি দূরদর্শন দেখিনি আজও,  শুনেছি; অনেক কিছু রয়েছে বানানো।  কিন্তু, আমি আমার প্রিয় দাদাকে দেখেছি,  শুনেছি তাঁর মুখে কবিতা,  যা পৃথিবীতে আগে ...
অণুগল্প-জলছা্প / দালান  জাহান

অণুগল্প-জলছা্প / দালান  জাহান

আষাঢ় মাস সারাদিন ধরে বৃষ্টি পড়ছে। কখনো উঁকি দিচ্ছে রোদের তেজস্বী ফণা। আবার শুরু হচ্ছে মেঘ ডাকার শব্দ। একদল শিশু বৃষ্টিতে ভিজছে আর বলছে – ...
হেমন্তের সকাল

হেমন্তের সকাল

প্রিয় রহমান আতাউর ভোরের কুয়াশায় আচ্ছন্ন গ্রাম সোনালী ধানক্ষেতের আল ধরে হেঁটে যাই আমি বাবুই পাখিদের দেখি ওদের কিচিরমিচির শব্দ কানে আসে কোথাও বা কাকতাড়ুয়া, ...