মুখে ব্রনের দাগ ছিলো বলে,
আমাকে অসম্ভব রকমের
বিচ্ছিরী দেখাতো!
আচ্ছা!তুমি কি জানতে না?
কথা বলতে বলতে,
কখন যে সকাল ঘনিয়ে আসতো
টেরি পেতাম না,
চোখের নিচে কালো দাগ পরেছে বলে
আমাকে বলে গেলে আমি নাকি ভিষন কালচে রঙের,
তুমি কি জানতে না?
ঘুমে কমতি ছিলো বলেই
এমন হয়েছে!
আমি তো কালো!
নিতান্তই কালো!
বিচ্ছিরী রমমের কালো!
তবে জেনে রেখো,
আমিও মানুষ!
আমিও একজন মেয়ে!
আমিও সৃষ্টিকর্তার সেরা
জীবের মধ্যে একজন,
কালো রঙ আমার অহংকার!
ভিষন রকমের ভালোলাগা!
আমি কালোতেই বেশ আছি!
আমি কালচে রঙের বলেই
আমি বুঝতে পেরেছি,
তুমি বর্ণ নিয়ে ভেদাভেদ করো,
আমি কালো বলেই জানতে পেরেছি
পৃথিবীতে সুন্দরের মূল্য অনেক বেশি,
তুমি কালো রঙ অপছন্দ করো বলেই
চোখেঁর নিচে কালো দাগ দেখে,
হুট করে বলে দিতে পারলে!
আমি ভিষন রকমের কালচে রঙের,
কালোই আমার প্রিয়!
আমি কালোতেই বেশ আছি!
আমি কালো নিয়েই বাচিঁ!