কাঁশফুল মেঘ

কাঁশফুল মেঘ

 |মোঃ রাসেল শেখ

 

ও রাতের সাদা কাঁশফুল মেঘ,তুমি কোন গায়ে যাও?

ভিষণ তাড়াহুড়া করে,এত কার আকাশে ভিড় জমাও।

কার দুঃখের ঘরে,অঝরে নিজেকে সপে নিংড়ে নামাও-

অন্যের বুকে দ্বীপ জ্বালাও;তব কেন নিজেকে ডুবাও।

 

বেলকুনির রং তোলা গ্রিলটাতে আটকা পড়েছে কত,

আঁঙুলের হাঁটা পথে,জীবনের ফ্রেমে আঁকা স্বপ্ন যত।

চুমুকের তুফানে,শুরুটা হয় যদি,নবাগত ধরনীর মতো।

এককাপে জীবনের শেষ গল্পের যবনিকা,রবে অবিরত

সেসব ডিঙিয়ে নিজেকে দিচ্ছো কেন,কালের বিরত??

 

নীঁলচে আঁকাশ ছাদের নিচে,হুড নামানো রিকশায়-

কত আকুতি,মিনতি ঝাঁপটে ধরা হাতের বা পাশটায়।

আঁলোছায়ার ভিড়ে ল্যামপোষ্টের হলদে দীর্ঘ রাস্তায়- 

ভালোবাসা বিলিয়েছে শান্ত শহরের হর্ণের হাওয়ায়।

থমকে যাবে এসব কাশফুল মেঘ;তোমার চলে যাওয়ায়।

 

ব্যাস্ত নগরীর এই ক্লান্তমাখা পথ,ইট পাথরের দালান-

নুয়ে পড়েছে আজ,তোমার আলোয় দিয়ে হেলান।

 সাদা বক-পক্ষিরা পাখনার জোরে চলমান-

  কিন্তু কাশফুল মেঘ,তুমি তো বহমান।

 

অ-ইচ্ছায়,পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে,রাতের কোলে-

কিছু চোখ বাসা বাঁধে নরম সাদা মেঘের তুলতুলে।

ধবধবে তুলার ফুলে,সপে দিতাম একটি বার ছুলে।

নিজেকে শেষ করতাম,অনিয়ম-নিয়মের মহা ভুলে।

কাশফুল মেঘ,সবুরের বলে;এ প্রহরে যেও না চলে।

 

কাশফুল মেঘ…

অন্তত এইটুকুন সময় জ্বলতে দাও তারা গুলোকে-

তোমার গা ঘেঁসে,সৌন্দর্যের দেবীর আনন্দের শোকে;

উকি দিয়ে আলো ফেলতে দাও সল্প স্বপ্নচারির বুকে।

তোমার তুলার তুঙ্গে,থাকতে চায়;আজন্ম মহা সুখে-

ক্ষণিকে ভালোবাসতে দাও;তোমার কাশফুলের মেঘে।

 

 

বরাট,রাজবাড়ী সদর, রাজবাড়ী   

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বঙ্গবন্ধু তুমি

বঙ্গবন্ধু তুমি

শেখ সা’দী তুমি বাঙ্গালির বন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভুলিনি আজও, ভুলবো-না কভু তোমার রেখে যাওয়া অবদান, বাঙ্গালির আকাশে উজ্জ্বল নক্ষত্র তুমি বাংলা মায়ের সন্তান। ...
অণুগল্প- হাত / অমিতা মজুমদার 

অণুগল্প- হাত / অমিতা মজুমদার 

  । অমিতা মজুমদার    বিলটু আর বলাই  ছুটির  দিনের  ভরদুপুরে ব্যতিব্যস্ত হয়ে হেঁটে যাচ্ছে। পথে করিম মোল্লার সাথে দেখা,জানতে চাইলেন কোথায় যাচ্ছে। বিলটুর সরল উত্তর ...
Sadiya Ayman: উইকিপিডিয়া, বয়স, উচ্চতা, ধর্ম, আয় ও বয়ফ্রেন্ড?

Sadiya Ayman: উইকিপিডিয়া, বয়স, উচ্চতা, ধর্ম, আয় ও বয়ফ্রেন্ড?

সিনেমানামা ডেস্ক মায়াবী চাহনি। মুখে রাজ্যের একরাশ হাসি লেগেই থাকে। ভক্তরা তার হাসিতে কুপোকাত তো বটেই, অভিনয়েও মুগ্ধ। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা চোখ বুলালেই ...
আসছে বিভীষণ মিত্র'র কাব্যগ্রন্থ "জীবনের ধূসর স্মৃতি"

আসছে বিভীষণ মিত্র’র কাব্যগ্রন্থ “জীবনের ধূসর স্মৃতি”

বইয়ের নামঃ জীবনের ধূসর স্মৃতি জনরাঃ কবিতা প্রচ্ছদঃ  এস এম জসিম ভুঁইয়া। লেখকের নামঃ বিভীষণ মিত্র প্রকাশনীঃ প্রিয় বাংলা প্রকাশন মলাট মূল্যঃ ১৮০/- স্টল নংঃ ...
বৈরাগ্য- তানভীর ইমন

বৈরাগ্য- তানভীর ইমন

তানভীর ইমন আমি যেন আজ স্তব্ধ। গুনে খাওয়া অঙ্গ দেয়ালের ওপারে। মাথার পিছনে মগজ গুলো, যেন চিরতরে বিছানায় বন্দি। আমার পাশের দেয়ালে শেওলা ধরে গেছে। ...
মুক্ত গগনে স্বাধীনতা

মুক্ত গগনে স্বাধীনতা

সুদীপ্তা চৌধুরী “মুক্ত গগনে স্বাধীনতা” মুক্ত গগনে স্বাধীনতার রক্তিম সূর্য। কেমন করে এসেছে এই স্বাধীনতা – তাঁর পেছনের ছবিপট ছিল; শুধুই কান্নার আর্তনাদ, সম্ভ্রম হারানো ...