কিভাবে প্রচলন হলো দুর্গাপূজার? ( Durga Puja – 2022)

কিভাবে প্রচলন হলো দুর্গাপূজার? ( Durga Puja - 2022)

শরতের স্নিগ্ধবাতাস, বাতাসে মিষ্টি গন্ধ । আকাশে সফেদ মেঘ, নদীর দুই ধারে ফুটেছে কাশফুলের সমারোহ। সেই নদীর ধার ধরে “বলো দুজ্ঞা মাঈকী” বলতে বলতে এগিয়ে যাচ্ছে একটি জট বাধানো মানুষের দল”। মৃদু বাতাসে দুলছে কাঁশফুল বাজছে ঢাক, বাতাসে যেন আনন্দ আনন্দ কলরব। মহালয়ার ছোঁয়া পেরনোর সাথে সাথে আবির্ভাব ঘটে দুর্গাপূজোর। শরতের কুয়াশামাখা ভোরবেলার সাথে দারুণ মন্ডপে মন্ডপে সাজে নতুন প্রতিমা। দিন পেরোলেই বাড়ে আনন্দ, ষষ্ঠী থেকে দশমী কার কত ঘটা করে দিন কাটানোর পরিকল্পনা।

শারদীয় দুর্গাপূজা অথবা শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মালম্বীদের একটি বড় উৎসব হলেও আপমার বাঙালীদের বড় উৎসব এটি। শারদীয়া দুর্গাপূজাকে ‘অকালবোধন’ বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে, রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দুশাস্ত্র অনুসারে, শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়টি তাঁদের পূজা যথাযথ সময় নয়। অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় ‘অকালবোধন’। এই দুই পুরাণ অনুসারে, রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন। কৃত্তিবাস ওঝা তাঁর রামায়ণে লিখেছেন, রাম স্বয়ং দুর্গার বোধন ও পূজা করেছিলেন। তবে রামায়ণের প্রকৃত রচয়িতা বাল্মিকী মুনি রামায়ণে রামচন্দ্রকৃত দুর্গাপূজার কোনো কিছু উল্লেখ করেননি। উপরন্তু রামায়ণের অন্যান্য অনুবাদেও এর কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে এই প্রচলিত তথ্য অনুসারে স্মৃতিশাস্ত্রসমূহে শরৎকালে দুর্গাপূজার বিধান দেওয়া হয়েছে। হংস নারায়ণ ভট্টাচার্যের মতে, ‘অকালবোধন শরতে বৈদিক যজ্ঞের আধুনিক রূপায়ণ ছাড়া আর কিছুই না।’সনাতম ধর্মের যেকোনো পূজার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংস্কৃত মন্ত্রগুলো। দুর্গাপূজার মন্ত্রগুলো সাধারণত শ্রী শ্রী চণ্ডি থেকে পাঠ করা হয়। ঢাক-ঢোল, খোল করতাল, সুগন্ধি আগরবাতি আর এগুলোর সাথে সংস্কৃতমন্ত্র পবিত্র এক পরিবেশের জন্ম দেয়।

আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি, দুর্গাপূজা শুরু ইতিহাস এবং কিভাবে এ উৎসবটি ছড়িয়ে পড়লো ভারতীয় উপমহাদেশে। ভিডিওটি ভালোলাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিও প্রকাশের সাথে সাথে আমাদের চ্যানেল থেকে আপটেড পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
শরৎ আসে তাক্কু-নাকুড়

শরৎ আসে তাক্কু-নাকুড়

গোবিন্দ মোদক তাকিয়ে দেখো নদীর ধারে তুলছে মাথা কাশ, ফিসফিসিয়ে বলছে কথা শারদীয়া বাতাস। টুপুস্ করে পড়লো ঝরে ভোরের শিউলি ফুল, স্থলপদ্ম উঠলো ফুটে —- ...
বন্ধন

বন্ধন

অনঞ্জন পাখিটার পায়ে শিকল, ঝাপটায় ডানা আর্তিতে, ঠোঁটে কামড়ায় খাঁচা রক্তাক্ত আকুলতায় মুক্তির তীব্র ইচ্ছায়! দিলাম খুলে খাঁচা, “যা পাখি, যা উড়ে আকাশে আনন্দে, ওইযে ...
প্রাক্তন

প্রাক্তন

প্রেমের কবিতা – তাসফীর ইসলাম (ইমরান)   বসন্তের এক পড়ন্ত বিকেলে ঘোর লাগা এক বাস্তব প্রতিক্ষণে আজ থেকে বেশ কয়েক বছর পর যখন হবে- আমাদের ...
রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-২

রহস্যঘেরা শিমুলতলা: পর্ব-২

ড. গৌতম সরকার অনুদিদার বাড়িটা একদম একপ্রান্তে বলা চলে। এরপর লাট্টু পাহাড়ের দিকে যেতে আরও কয়েকটা বাড়ি আছে বটে, তবে সেগুলো অধিকাংশই আর বাসযোগ্য নয়। ...