ভোলা, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমৃদ্ধশালী জেলা, এ জেলার পাশ দিয়ে বয়ে গিয়েছে কালোবাঁদর, মেঘনা; যমুনা, ব্রহ্মপুত্রের মতো বাংলাদেশের উল্লেখযোগ্য সব নদী, শুধু কিন্তু তাই নয়। ভোলা বাংলাদেশের স্থলভাগের শেষ সীমানা, যেখানে সদর থেকে বেশ খানিকটা দূরে গেলেই বিভিন্ন আকর্ষণীয়, চরের নাম চোখে পড়ে। যেমন-চর কুকড়িমুকড়ি, মনপুরা ইত্যাদী। ভোলার পরেই বাংলাদেশে সমুদ্রসীমা অর্থাৎ বঙ্গোপসাগরের শুরু। ভোলা বাংলাদেশ তথা, দক্ষিণবঙ্গের ইতিহাস এবং ঐতিহ্যে একটি গৌরবময় জেলা। নদী মাতৃক বাংলাদেশের সাথে যার রয়েছে অপার্থিব সৌন্দর্যের এক অদ্ভুত মিল।