ঘন কুয়াশার মত নিগূঢ় বেদনারা
চেপে আছে আমাদের অস্তিত্বে।
অসহ্য আর পীড়াদায়ক যন্ত্রণাগুলো
নিঃস্ব করে দেয় আমাদের দেহমন;
ঠিক যেমন কুরে খায় মরণব্যাধি ক্যান্সার।
বেদনার অন্তরালে বিলীন হয়ে যায়
কতশত প্রাণ,মাটির দেহ।
বেদনারা বড় নিষ্ঠুর,নির্দয়
ধূলোয় মিশিয়ে দেয়
তিল তিল করে গড়া সব স্বপ্ন!
বেদনারা স্বাদহীন, বহুরূপী
নিরবে নিভৃতে সহে যেতে হয়!
সলিমুল্লাহ মুসলিম হল,ঢাকা বিশ্ববিদ্যালয়,ভাষাবিজ্ঞান বিভাগ ।