এখন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে
ফেলেছে, হৃদয় তো নাই যে
হৃদয়হীনতার কথা বলবো,
ওসব গেছে চুকেবুকে!
মানুষ এখন পশুর মতো ছিঁড়েখুঁড়ে
খায় নারীর শরীর, লুটে নেয় অন্যের
মুখের আহার, সভ্যতার শুভ্রপালক!
মানুষের মুখের ভাষা এখন কারো
কারো এমনও হতে দেখেছি,
মনেহয় হায়েনার হাসিও এর চেয়ে
ভীষণ সুন্দর এবং নান্দনিক!
মানুষের এইসব অমানবিকতায়
নিজের দিকে তাকাতেও লজ্জা পায়,
এরচেয়ে সবুজ বনানী অথবা
মেঘেদের সাথে মিশে যেতে পারলে
মনেহয় ভালো হতো।
কেনো যে এইসময়ে মানুষ হলাম!