গল্প: কে চোর?

গল্প: কে চোর?

আহসান হাবিব আরাফ


‘অপয়া কি মা?’ ভেজা চোখ নিয়ে মাকে প্রশ্ন করে খুকু। মায়ের শুকনো মুখে কোনো জবাব নেই।’নিশির মায়ে আমারে কয় চোরের মাইয়া।মা আমার আব্বায় কি চোর ছিল?’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে খুকু।’আম্মারে ক্ষমতা থাকলে মাইনসে কত কিছুই না কইতে পারে।মানুষরে অপবাদ দিয়া ঘর ছাড়া করতে পারে।তোর বাপের মতো ভালা মানুষটারে চোর অপবাদ দিয়া গেরামের মানুষরা গেরাম থাইকা তাড়াই দিছিলো।’ অপবাদ যে কি সেটা বোঝার বয়স এখনো খুকুর হয় নি।তবে তার ছলছল স্বচ্ছ চোখের পানি দেখে শুধু এটিই বোঝা যায়,তার ছোট্ট মস্তিষ্ক বুঝে নিয়েছে যে তার বাবা চোর নয়।সে নিশির মাকে জবাব দিতে প্রস্তুত। ‘মা ক্ষুধা লাগছে।ভাত দাও।’ বলে চোখের পানি মুছতে থাকে খুকু।
মা পাতিলের তলানি থেকে একমুঠো ভাত তুলে লবণ মরিচ দিয়ে মেখে দেয়।খুকুর ছোট্ট ক্ষুধার্ত চোখ একমুঠো ভাতের দিকে।

খুকুর মা শহরের একটা ছাত্রদের মেসে রান্নার কাজ করতো।মেসের ছাত্রদের অবশিষ্ট খাবার নিয়ে তাদের মা-মেয়ের দুবেলা চলে যেত।এদিকে সারাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে।কিন্তু পেটের ক্ষুধা তো আর মহামারী মানে না!পেটের ক্ষুধার জ্বালা যে বড় জ্বালা! কিন্তু সারাদেশ লকডাউনের কারনে খুকুর মায়ের কাজ বন্ধ। তাই দুবেলার খাওয়ার জোগাড় করা তার পক্ষে সম্ভব হয় না।ভাগ্যের কি নির্মম পরিহাস,দুইদিন বাজারে ত্রাণ আনতে গিয়ে খালি হাতে বাড়িতে ফিরতে হয়েছে তাকে!

খুকু একমুঠো ভাত দুই ভাগ করে একভাগ নিজে খায় আর একভাগ মায়ের জন্য রাখে।
মা খুকুকে বলে ‘আম্মা আর যাইও না নিশিগো বাড়িত।এই সময় কোথাও যাওনের দরকার নাই।ভাইরাস ছড়াইতিছে।’
খুকু বড় বড় চোখ করে বলে ‘মা জানো আজকে নিশি আর আমি যখন খেলতাছিলাম তখন নিশি আমারে ওগো গোডাউন ঘরে নিয়ে গেছিলো।মা ঐ ঘরটা না অনেকগুলা চাউলের বস্তা আর বড় বড় তেলের বোতল দিয়া ভরা।আমাগো ঐ ঘরের ভেতর দেইখা ওর মায়ে আইসা যা-তা বইলা আমারে তাড়াই দিছে।’
‘হইছে আমার আম্মা আর মন খারাপ কইরা থাকো না।’ বলে মা খুকুর কপালে চুমু খায়।

২.
‘কই রে খুকুর মা,চল আইজকা নওয়াব মিয়া স্কুলের মাঠে ত্রাণ দিবো’ প্রতিবেশী বিলকিস ভাবি এসে খুকুর মাকে ডাকে।
‘আম্মা খাওন আনতে যাই।তুমি ঘরে থাইকো।’ খুকুকে বলে মা বেরিয়ে পরে।

যেতে যেতে তার মনে পড়ে সেই দিনের কথা,যেদিন খুকুর বাবাকে নওয়াব মিয়া তার গোডাউন থেকে পাঁচ বস্তা চাল চুরির অপবাদ দিয়ে গ্রামছাড়া করেছিল।আজ সেই নওয়াব মিয়া মানুষকে ত্রাণ দিবে।অথচ তার ঘর আজকে চাল আর তেল দিয়ে ভর্তি! আর খুকুর মায়ের মতো মানুষদের এই নির্মম সময়ে না খেয়ে থাকতে হয়। এসব ভাবতে ভাবতে সে তাচ্ছিল্যের হাসি হাসে।নিজের অজান্তেই তার চোখ দিয়ে পানি গড়িয়ে পরে।

.

.

.
পূর্ব খাসবাগ,মহিগঞ্জ,রংপুর

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
রনির সাথে দেখা

রনির সাথে দেখা

জোবায়ের রাজু হঠাৎ ফেসবুক থেকে উদাও হয়ে গেল রনি। ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সময়ে ফোন বন্ধই থাকে। ও সাধারণত এমন না। ফেসবুকে হোক ...
ঈদের আনন্দ

ঈদের আনন্দ

মোঃ মজিবুর রহমান ঈদ এলো নতুন করে বছর গুড়িয়ে, হাসিখুশি থাকবো মোরা সবাইকে নিয়ে। মুখে মুখে মাতামাতি হয়না তবু বন্ধ, বন্ধু আর বান্ধব মিলে থাকবে ...
পাঁচটি কবিতা

পাঁচটি কবিতা

মুহাম্মদ রফিক ইসলাম কবিতাঃ (০১) প্রেম, শাড়িতেও বোনা যায়  অনাবৃষ্টির কোলে শালুক বোনা মাঠ। রোদ্দুর চিরে উত্তরীবায়ু পাখনা ম্যালে। ব্যাঙের নাকে গন্ধ মেঘ! মেঘ ওড়ে, বিড়ালপায়ে হাঁটে ...
আশা ভালোবাসা

আশা ভালোবাসা

জোবায়ের রাজু এরা বেশ পয়সাওয়ালা, বলতেই হবে। দামী সোফা, আলো ঝলমলে ঝাড়বাতি, মেঝেতে চোখ ধাঁধাঁনো কার্পেট, দেয়াল জুড়ে দামী দামী তৈল চিত্রÑসব মিলিয়ে ঘরটাকে আলিশান ...
এক পুজোর বিকেল

এক পুজোর বিকেল

অনঞ্জন সেটা ছিল এক পুজোর বিকেল, ছোট্ট চারবছরের মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে গালি দিচ্ছিল পথচলতি মানুষকে, ভিক্ষা না-পেয়ে ও এখনও জানেনা ভিক্ষা ওর কোন মৌলিক অধিকার ...
শাকিব খানের নায়িকা সোনাল চৌহান যেন আগুন

শাকিব খানের নায়িকা সোনাল চৌহান যেন আগুন

ঢালিউড কিং শাকিব খান পা দিয়েছেন বলিউডের মাটিতে। এত দিন গুঞ্জন শোনা গেলেও পরিচালক অনন্য মামুনের হাত ধরে বলিউডে ডেবিউ হতে যাচ্ছে ঢালিউডের হাইয়েস স্ট্যারডম ...