তোফায়েল তফাজ্জল
এগারো মাসের ক্রিয়াচক্র একে একে টান খায়,
পালা পেয়ে পা রাখে বৈশাখ ঝাঁপটিয়ে সরল ডানা।
ফলে, এর রেখাপাত পিচ ঢালা পথে, লোকালয়ে – সর্বস্তরে।
পুবের ঔজ্জ্বল্যে খুলে দেয় ছাই রঙে ঠাসা রাতের বন্ধনী,
পানি দেখা ছাগল পালের মতো টেনে তুলে সজোরে তাড়ায় অলসতা।
এর পদধ্বনি শুনে তেমনি সটকে পড়ে পুরনো দখল, ধকল –
এ-পারে ও-পারে ঘাপটি মেরে থাকা নিলাজ বাহানা।
পা বাড়ায় মাঠে-ঘাটে-হাটে, খামার বাড়িতে, কাঁঠাল বাগানে,
নিজ আগমনী মৌ মৌ সৌরভে, গৌরবে যেখানে ছড়িয়ে –
পুকুরের পাড় ঘেঁষে ছবির অধিক রূপ নিয়ে
দুলছে সুস্বাদু আমের জাত,
জলে রক্ত শাপলাকে সঙ্গ দেয় মাছের উৎসব।
পথের, মতের ধারা একীভূত হয়ে বটতলা সেজেছে নবরূপে,
ঘরে ও বাসায় এর ছাপ –
টেবিলের সুড়সুড়িতে বিমুগ্ধ নাসিকা, তৃপ্ত জিভ।
এই দিনে তাই জনে জনে বলি, এসব আমেজ চালু রাখো নিত্যদিন,
বীভত্স অতীত ছুঁড়ে মারো খিদেয় হাঁ-মুখী বাঘের খাঁচায়।
তবে, জোর হাত করি, এতে যেনো ‘কাল’ শব্দটি না হয় যোগ।