ক্রিয়াচক্র

ক্রিয়াচক্র

তোফায়েল তফাজ্জল

এগারো মাসের ক্রিয়াচক্র একে একে টান খায়,
পালা পেয়ে পা রাখে বৈশাখ ঝাঁপটিয়ে সরল ডানা।
ফলে, এর রেখাপাত পিচ ঢালা পথে, লোকালয়ে – সর্বস্তরে।

পুবের ঔজ্জ্বল্যে খুলে দেয় ছাই রঙে ঠাসা রাতের বন্ধনী,
পানি দেখা ছাগল পালের মতো টেনে তুলে সজোরে তাড়ায় অলসতা।
এর পদধ্বনি শুনে তেমনি সটকে পড়ে পুরনো দখল, ধকল –
এ-পারে ও-পারে ঘাপটি মেরে থাকা নিলাজ বাহানা।

পা বাড়ায় মাঠে-ঘাটে-হাটে, খামার বাড়িতে, কাঁঠাল বাগানে,
নিজ আগমনী মৌ মৌ সৌরভে, গৌরবে যেখানে ছড়িয়ে –
পুকুরের পাড় ঘেঁষে ছবির অধিক রূপ নিয়ে
দুলছে সুস্বাদু আমের জাত,
জলে রক্ত শাপলাকে সঙ্গ দেয় মাছের উৎসব।

পথের, মতের ধারা একীভূত হয়ে বটতলা সেজেছে নবরূপে,
ঘরে ও বাসায় এর ছাপ –
টেবিলের সুড়সুড়িতে বিমুগ্ধ নাসিকা, তৃপ্ত জিভ।

এই দিনে তাই জনে জনে বলি, এসব আমেজ চালু রাখো নিত্যদিন,
বীভত্স অতীত ছুঁড়ে মারো খিদেয় হাঁ-মুখী বাঘের খাঁচায়।
তবে, জোর হাত করি, এতে যেনো ‘কাল’ শব্দটি না হয় যোগ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সেক্সবয়

সেক্সবয়

তসলিমা নাসরিন চৈতালি অপেক্ষা করছে সেক্সবয়ের জন্য। সন্ধেও নামবে, সেক্সবয়ও নামবে কলকাতায়। অন্ধকার সরিয়ে সরিয়ে দক্ষিণ কলকাতার এই গলিতে ঢুকবে বিমানবন্দর থেকে আসা সেক্সবয়ের ট্যাক্সি। ...
আগমনীর শুভ্রতায়

আগমনীর শুভ্রতায়

কমল কুজুর শরতের আকাশে শুভ্র মেঘরাশি চলে ভেসে দূর অজানায়, যেতে যেতে কাশফুলের কোমলতায় রাঙিয়ে দিয়ে যায় হৃদয় তোমার; রাঙে সূর্য, রাঙে চন্দ্র – হেসে ...
ক্যাডাভার

ক্যাডাভার

আশিক মাহমুদ রিয়াদ বাতাসের স্নেহ, পায়ে শুড়শুড়ি দিয়ে যায় মানুষ ভাসে স্বপ্নে; যাপিত আকাঙ্খায়। তিমির রাত্রি জ্বলে প্রদীপ শিখায়, স্বপ্ন সেখায় অট্টালিকা? সেই তো কৃশকায়! ...
নবীর প্রেমে জাহান পাগল 

নবীর প্রেমে জাহান পাগল 

সেকেন্দার আলি সেখ মিনার থেকে, মধুর আজান ভোরের আলোয় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে আঁধার ঘেঁষে শহর -নগর দূরের গড়ে l আজান শুনে ডাকলো পাখি রাতের ...
আসছে বিভীষণ মিত্র'র কাব্যগ্রন্থ "জীবনের ধূসর স্মৃতি"

আসছে বিভীষণ মিত্র’র কাব্যগ্রন্থ “জীবনের ধূসর স্মৃতি”

বইয়ের নামঃ জীবনের ধূসর স্মৃতি জনরাঃ কবিতা প্রচ্ছদঃ  এস এম জসিম ভুঁইয়া। লেখকের নামঃ বিভীষণ মিত্র প্রকাশনীঃ প্রিয় বাংলা প্রকাশন মলাট মূল্যঃ ১৮০/- স্টল নংঃ ...