কয়েকটি কবিতা

কয়েকটি কবিতা
অভিশাপ 
দালান জাহান
দুঃখের চেয়ে বড়ো দুঃখ নিয়ে
চোখের জলায় লাফিয়ে ওঠে
চাষ করা মাছ।
জীবনের চেয়ে ছোট অথচ দীর্ঘ সেতু
বাহনের মতো চাকায় চলতে চলতে
ঈশ্বরের সামনে ঘোষণা করে
পোড়া দাগগুলো তার অঙ্কিত ট্যাটু।
সূর্য অন্ধকার চেনে না
চেনে রাক্ষসের গলি
মাথার খুলি!
ক্ষুধার অহঙ্কারে!
চার রাস্তায় দাঁড়িয়ে থাকে মুদ্রিত অভিশাপ।
কুঁড়ি টাকার বিনিময়ে
লক্ষ টাকার শব্দ বেঁচে
জেলে পাড়ার শিক্ষিত এনাউন্স ম্যান
পত্রিকার শিরোনাম লালই থাকে
কিন্তু কখনও লেখা হয় না
চাটুকার আর অন্ধের দেশে
হরিণের মাংস নিষিদ্ধ হোক।
.
.
.
.
.
.
বাজারি সন্যাস 
দালান জাহান
কতগুলো কালো দাঁত
হেঁটে বেড়াচ্ছে গ্রাম-শহরে
বন্যার জলে ভেসে-ভেসে ঘরে আসছে
উৎপ্রেক্ষা-অপেক্ষারা।
বাতাস বাড়ছে কেবলই বাতাস
সবুজ আপেল উড়ন্ত মানুষ
না ফেরার দেশে নামহারা পাখি।
চারদিকে দৌড় কেবলই দৌড়
বৃষ্টির রক্ত মাছেদের মা গাছের উৎসব
মৌলানা, পুরোহিত ঘাটের মাঝি
টংয়ের চা-অলা সুদখোর সন্তোষ!
শেষে করে শেষ  পুনজন্মের নতুন গণিত।
বাতাস বাড়ছে কেবলই বাতাস
চার খণ্ড আকাশ মাথায় নিয়ে
তবুও কার আশায় বসে আছে
ভাগফলে ভাগশেষ করা বাজারি সন্যাস।
.
.
..
.
.
.
দৌড়বাজ 
দালান জাহান
আজ যে অতিথি
আমাদের কপালে আসন পেতেছেন
বহুকাল জলের সিঁড়ি ভেঙে ভেঙে তিনি
আমাদের কপাল মেপেছেন।
মাপার অঙ্কটা এতোটাই সুক্ষ্ম যে
তিনি এখন কথা বলেন বর্ণামালার গর্ভে বসে।
চামচবাজ!
বেলচাবাজ! পুকুরের তৈল নিয়ে
দলিত হই সান্ধ্যার ঝাউবনে
লোভ যশ খ্যাতি আমাদের ধাবিত করে
অনন্ত সূর্যের দিকে
সূর্য ও আকাশের মাঝখানে দাঁড়িয়ে তিনি
গর্বভরে আমাদের ভুল ভূগোল শেখান
কখনও অজগর কখনও পাখি
কখনও সমুদ্রের ভয় দেখান।
তিনি পূর্ণিমা রাতে অপেক্ষায় থাকেন
ঐশ্বরিক ওহীর
যার ভেতরে লেখা থাকে মার্কা
তিনি মার্কা দিলে মরা ঘোড়াটা-ই হয়
দৌড়বাজ ঘোড়া।
সেন্ট্রাল আফ্রিকা ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
গল্প: যোগ বিয়োগ

গল্প: যোগ বিয়োগ

জোবায়ের রাজু  প্রচন্ড মন খারাপ নিয়ে ঈদগাঁ থেকে নামায শেষ করে আলম খান বাসায় এসে সোফায় গা এলিয়ে দিলেন। এরকম বিবর্ণ মুখ আলম খানের আগে ...
  কিছু তোমার অজানা- নেহাল মাহমুদ

  কিছু তোমার অজানা- নেহাল মাহমুদ

 নেহাল মাহমুদ  অনেক তো হলো, পেরিয়ে গেছে অনেকটা দিন। সময়গুলো দিন,মাস,বছর,যুগের হিসাব করে জীবনটাই হয়তো থেমে যাবে কোন একটা মূহুর্তে আমার এপারে। মনে হয় সব ...
কত? জনম ধরে- মোঃ রাসেল শেখ 

কত? জনম ধরে- মোঃ রাসেল শেখ 

মোঃ রাসেল শেখ    কত জনম ধরে…. কষ্ঠি পাথরের আঘাতে খুঁজেছি একজনারে। কয়লার শো শোর পরশে- পুড়িয়ে লাল করেছি ভালোবাসায় তারে। সাদা খাইদ-য়ের শেকলের- বেড়িতে ...
দুর্গাপূজা

দুর্গাপূজা

অশোক কুমার পাইক কাশবনেতে লাগলো দোলা পূজার গন্ধে ভাই ঢাকের কাটি পড়লো দেশে সানাই বাজে তাই, শিউলি ফুলের বাসে বাসে পুজোর গন্ধ আসে, ঘাসের উপর, ...
নীল বেদনা

নীল বেদনা

আশিক মাহমুদ রিয়াদ ঐ নীল চোখা বেদনার মধ্যে একধরণের মিশ্র সুখ আছে! তুমি জানো সেসব কথা। শেষবার যখন হাত ধরেছিলে তখন আমার নাকের নিচে গোফের ...
অষ্টাদশীর ছোঁয়া- রাফিকা আক্তার মিম

অষ্টাদশীর ছোঁয়া- রাফিকা আক্তার মিম

রাফিকা আক্তার মিম লাগল বুঝি মোর প্রানে অষ্টাদশীর ছোঁয়া নবীন রূপে সাজলো দেখ প্রবীন এই ধরা কবি-কাব্য,সুর-তাল,সবই লাগে ভালো সাগর-নদী,আকাশ-বাতাস সাথে ব্যঙের ডাকও, ঘুম ভাঙা ...