নীলের আকাশে ঝিকিমিকি তারা
তার পাশে বাঁকা চাঁদ
সারা পাড়া আজ ঈদ আযহাতে
ভেঙেছে খুশির বাঁধ !
বাতাসে ভাসছে আনন্দগান
যেন সে বাঁধন ছাড়া
উৎসবে আজ বেরিয়ে পড়েছে
ঘরে বসে ছিল যারা !
ঈদের খুশিতে মনের যতো
মুছে দিয়ে ভুলচুক
হামিদ ও হালিম ডাকছে আমায়
পেতে দিয়ে খোলা বুক !
ভুল ভেঙে দিয়ে সব্বাই আয়
করি গলা জড়াজড়ি
মনেতে জমানো কলুষ যতো
আজকে শোধন করি !!