সাবিরুল সেখ
ত্রিশ দিনের রোজার শেষে
খুশির ঈদ এসেছে,
ধরার বুকে ফোয়ারার মতো
আনন্দে সব হেসে উঠেছে।
রমজানের ঐ পরে দেখো
সওয়ালের চাঁদ উঁকি দিয়েছে,
বাদসা- ফকির সবাই মিলে
আনন্দে মেতে উঠেছে।
ত্রিশ দিনের মাহে রমজান
হয়েছে সবে শেষ,
শিশু- যুবক- বৃদ্ধ সবে
পরেছে নতুন বেশ।
খুরমা খেজুর খেয়ে মোরা
যাব খুশিতে ঈদগাহে,
নামাজ শেষে ফিরব ঘরে
মান- অভিমান রেখে বাঁয়ে।
আজকে ঈদের নামাজে মশগুল
থাকবে বিশ্বজাহান,
সব ব্যথা ভুলে মোলাকাত হবে
থাকবে না কোনো অভিমান।
পাষাণ হৃদয় গলে যাবে আজ
ঝরবে দুটি চোখে আনন্দে জল,
ভায়ের সাথে মিলবে ভায়ে
আঁখি ভরা জলে টলমল।