কার্ত্তিক মণ্ডল
আকাশের বুকে যখন একফালি চাঁদ হাসে
ঈদের খুশির জোয়ারে নতুন সকাল ভাসে।
কোলাকুলি আর শুভেচ্ছার চলে বিনিময়
সুখ শান্তি সোহাগ ত্যাগের মিষ্টি বাতাস বয়।
ভুলে যাই বিভেদ আর ঘেরাটোপের বেড়া
ঈদ্ মোবারক মুছুক ঘৃণা মাখুক পরাৎপরা
রোজার শেষে ত্যাগের প্রতীক ঈদের আলো
মনবতার আবেশ নিয়ে সবার করো ভালো।
নদীর মতো স্বচ্ছ ধারা বাতাসের মত নির্মল
সব ঘৃণা দ্বেষ মুছে সদাই বয়ে চলি কলকল।
ফুটুক আলো কালোর বুকে আঁধার দূরে যাক
ভালো মন্দ সত্য মিথ্যার বুঝুক সব ফারাক।
সব চাইতে মানুষ বড় মানবীকতাই আলো
দুখে সুখে হাসি মুখে এই সলতেই জ্বালো।