আগুন জ্বলে ক্ষেত খামারে গরিব চাষির বুকে
পায়ে ফেলে মাথার ঘাম নেইকো কৃষক সুখে
আগুন জ্বলে গ্রাম ছাড়িয়ে রুক্ষ মাঠের শেষে
মহাজনেরা বিলিয়ে দাদন সুদ গুনে নেয় হেসে।
সারের দাম আকাশ-ছোঁয়া, মজুরের দাম চড়া
মশলাপাতি কিনতে চাষির চোখটা ছানাবড়া
চাষিরবাড়ি বাড়ছে বেকার, পায়না সে তাে কাজ
ঝড়ে-জলে বৃষ্টি-ভিজে শিক্ষিত পায় লাজ।
অভাব থেকেই ঝগড়া বাড়ে, বাড়ে লাঠালাঠি
সেই সুযােগে পার্টির নেতা বাড়ায় হাঁটাহাঁটি
গ্রামের ধনী বেশ সস্তায় চাষির বাস্তুজমি কিনে
সেই চাষিকে দেয় জড়িয়ে অনেক টাকা ঋণে।
চাষির ঘরে জ্বালিয়ে আগুন মহাজন খুব হাসে
জিরেত জমি খুইয়ে কৃষক পারেনা যেতে চাষে
গরিব চাষির ভাত জোটেনা, পায়না পাড়ায় কাজ
গ্রাম ছাড়িয়ে ভিক্ষা করে পায়না চাষি লাজ।
এই চাষিদের কষ্ট ব্যথা বুঝলাে না তাে কেউ
ভুখা পেটে ভাত জোটেনা, পেটেতে ডাকে ফেউ
জাগেনা চাষি, জাগেনা দেশকে দেবে ঘামের দাম
চাষির জন্য পিছােয় ভারত, পিছিয়ে দেশের
২৪ পরগণা, কলকাতা ,ভারত ।