ওই ঘাতক হায়েনার দল আমাকে
বাঁচতে দিল না,
ওরা আমার নব অরূণোদয়,সদ্যজাত অঙ্কুরিত
বীজকে সেই বর্বরোচিত কালরাতের মতো
পিশাচের ন্যায় গলাটিপে হত্যা করেছে।
ওরা আমার মুখকে ঐ রক্তাক্ত আঁচলের সুতা দিয়ে আজ সেলাই করে দিয়েছে,
আমার বক্ষে আজ পুঁতে দিয়েছে
হিংসা, বিদ্বেষের বিষাক্ত বীজ।
আঙ্গুল গুলোকে যেন কেটে দিয়েছে
ঘাতকের ধারালো ছুরি দিয়ে,
চোখ দুটিকে যেন ঐ মানচিত্র খচিত
ধ্বজার খুঁটি দিয়ে
আঘাতে আঘাতে উপড়ে ফেলে দিয়েছে
শকুনদের সামনে,
মুছে দিয়েছে রাজপথের সকল চিহ্ন,
চোষে নিয়েছে আমার সব তাজা রক্ত,
রন্ধ্রে রন্ধ্রে যেন ওদের
আজ অসুরের রক্ত।
তাই তো আজ
গর্ভধারিনীর চোখে শুধুই বিদ্রোহ
যার চোখেও একদিন অপার
শান্তি আর ভালোবাসা ছিল।
ঢাকা ইপিজেড, গণক বাড়ি, সাভার।