প্রথম পাতা

চেয়ার

সুশান্ত হালদার

হাতে বন্দুক নেই যে
ডাকাতের মতো লুটে নেবো শহুরে ইজ্জত
কবি মানুষ, খালি হাত পা
সাম্রাজ্য নাই বলে ভেবো না
শব্দকেও গচ্ছিত করেছি হাতলওয়ালা চেয়ারে
তোমাদের হাত প্রসারিত করে দেখো-‘গোড়ালি থেকে মাথা অব্দি’
আমার হাত বিশ্বকে পরিমণ্ডলিত করে
জলের স্তন ছুঁয়ে দূরের আকাশ স্পর্শ করে
নক্ষত্র থেকে ঘুরে বেড়াই অগ্নি বলয়ে
আর তুমি?
বাংকারে শুয়ে শুয়ে জাগতিক মোহে দস্যুতার কথা ভাবো
ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পক্ষ বিপক্ষের কথা ভেবে
নিজেকে সুসংগঠিত করো গোলা বারুদ আর অত্যাধুনিক মারনাস্ত্রে
অথচ ভেবে দেখোনি পৃথিবীর অধিকাংশ মানুষ ‘শান্তিপ্রিয়’
যাদের চোখে থাকে আবেগের উচ্ছ্বাস
শিশুসুলভ ভঙ্গিতে সৃষ্টির গুঢ় তত্ত্বে মনু সংহিতার কথা বলে
নিরস্ত্র হাতে জড়ানো থাকে পরাগায়নের সঙ্গমানুভূতি,
অথচ তোমরা
একচ্ছত্র অধিকারে পাখি শিকারে ব্যস্ত হিটলার অভিপ্রায়ে

কবি মানুষ, নিষ্কন্টক ভালোবাসা পেলে
শব্দ বোমায় ওই হাতলওয়ালা চেয়ারও ভেঙে ফেলতে পারি!

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]